ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীসহ নিহত ৯

প্রকাশিত: ০৯:৪২, ২৯ জুন ২০১৯

 ব্যবসায়ীসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বগুড়ায় ব্যবসায়ীসহ চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী, ভালুকায় যুবক, রাজশাহীতে যাত্রী, মাধবপুরে দুই চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়ায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সদর, দুপচাঁচিয়া ও শেরপুর উপজেলায় বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এ দুর্ঘটনায় ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- আল আমিন (২৮), বিপ্লব হোসেন (৩০), হাসান আলী (২৫) ও আব্দুল গনি (৩৮)। পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কে সদর উপজেলার বুজরুগবাড়িয়া নামক স্থানে একটি কাঁঠাল ভর্তি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় ওই ট্রাকটি মেরামত করতে অটোরিক্সায় মিস্ত্রি আনা হয়। তারা কাজ করার সময় পিছন দিক থেকে একটি পাথরবাহী ট্রাক ধাক্ক দিলে কাঁঠাল বোঝাই ট্রাক রাস্তার পার্শ্বে পড়ে যায়। দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া ব্রিজের নিকট বগুড়া থেকে নওগাঁগামী একটি বাস বগুড়া সদরের দিকে আসা একটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অটোরিক্সাচালক হাসানকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে পুলিশ জানায়। এছাড়া বৃহস্পতিবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার শেরুয়াবটতলা এলাকায় ঢাকার দিকে যাওয়া একটি গরুবাহী ট্রাককে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। দুই ট্রাকের সংঘের্ষ গরু ব্যবসায়ী আব্দুল গনি মারা যান। মাধবপুর ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়ায় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাক ও ম্যাক্সি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন চুনারুঘাটের ম্যাক্সিচালক জাহেদ মিয়া (২৫) ও ট্রাকচালক অজ্ঞাত (২৫)। আহতরা হলেন উপজেলার জগদীশপুর গ্রামের ৪ বছরের শিশু দিলীপ ঘোষ, নাসিরনগর উপজেলার আমজাদ (২৭), সমর দাশ (৩৫), ফরিদপুর জেলার রামচন্দ্র (২৫) এবং অজ্ঞাত (২২) বছরের যুবক। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিতাই দাস নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিতাই দাস সদর উপজেলার বাসুদেব ইউপির শ্যামনগর গ্রামের বাসিন্দা। এ ঘটানায় আজম ভূঁইয়া ও মাসুম মিয়া নামে আরও ২ ব্যক্তি আহত হয়। সদর থানার ওসি (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান, সকালে মাছ ব্যবসায়ী নিতাই দাস অটোরিক্সায় মাছ বোঝাই করে বাসুদেব থেকে শহরে যাওয়ার পথে বিপরীতগামী একটি পণ্যবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিতাই নিহত হয়। ভালুকা, ময়মনসিংহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নিশিন্ধা নরটেক্স টেক্সটাইল মিলের সামনে শুক্রবার ভোরে ঢাকাগামী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ১০-১২ ফুট নিচে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ১০-১২ ফুট নিচে পাশের খাদে পড়ে যায়।এতে চালকের সহকারী লক্ষ্মীপুরের রায়পুর থানার বাখালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিজান (২২) ঘটনাস্থলেই মারা যান। রাজশাহী ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে এক অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে মহানগরীর উপকণ্ঠ মোল্লাপাড়ার লিলি সিনেমা হলের মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম বাদশা (৪২)। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
×