ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় নারীকে কুপিয়ে হত্যা ॥ স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪০, ২৯ জুন ২০১৯

 কুষ্টিয়ায় নারীকে কুপিয়ে হত্যা ॥  স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৮ জুন ॥ নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সাবিনা ইয়াসমিন (৪০)। বৃহস্পতিবার রাতে খোকসা উপজেলার হেলালপুর গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে সাবিনার সাবেক স্বামী বাদশা আলীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পারিবারিক সূত্র জানায়, ছয় বছর আগে নিহত সাবিনার সঙ্গে স্বামী বাদশা আলীর ছাড়াছাড়ি হয়। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সর্বশেষ বৃহস্পতিবার রাতে সাবিনার সঙ্গে তার সাবেক স্বামী বাদশা আলীর মোবাইলে কথা হয়। এরপর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে সাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ কাঁথা দিয়ে ঢেকে রেখে যায়। পরে বিষয়টি জানাজানি হয়। এ ব্যাপারে নিহতের ছেলে বাঁধন (১৯) বাদশা আলীসহ কয়েকজনকে আসামি করে খোকসা থানায় একটি হত্যা মামলা দয়ের করেছে। পুলিশ জানায়, খবর পেয়ে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নিহত সাবিনার সাবেক স্বামীসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গলাচিপায় যুবক স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মোঃ রিয়াজুল নামের এক যুবককে কুপিয়ে-পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার পর পরই স্থানীয় এক ইউপি মেম্বারসহ ১৪ জনকে আটক করেছে। তাদের সকলকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এবং চিকিৎসাধীন গভীর রাতে ওই যুবকের মৃত্যু হয়। থানায় দায়ের করা মামলা ও পারিবারিক সূত্রে অভিযোগ করা হয়েছে, উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলি গ্রামের মোঃ আবুল কালামের ছেলে রিয়াজুল (৩০) পেশায় মৎস্য ব্যবসায়ী। ঘটনার আগে রিয়াজুল অগ্রণী ব্যাংকের গলাচিপা শাখা থেকে এক লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। ঘটনার সময় নিজেদের বাড়ির দক্ষিণ পাশে মসজিদের পশ্চিম পাশে পৌঁছালে আসামিরা একযোগে রিয়াজুলের ওপর হামলা করে। আসামিরা কুপিয়ে-পিটিয়ে রিয়াজুলকে মারাত্মক রক্তাক্ত জখম করে। হামলাকারীদের কবল থেকে রিয়াজুলকে উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন গভীর রাতে রিয়াজুলের মৃত্যু হয়। হামলাকারীদের কবল থেকে উদ্ধার করতে গিয়ে নিহত রিয়াজুলের চাচা আবদুল কাদেরও (৫৫) মারাত্মক আহত হয়েছেন। তাকেও এলোপাতাড়ি কোপানো, পিটানো হয়েছে। তিনি বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। দিনাজপুরে ড্রেনে লাশ স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, শহরে ড্রেন থেকে মোঃ শাহীন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহীনের বাড়ি শহরের ছয়রাস্তার মোড় পাটুয়াপাড়া বলে পুলিশ জানিয়েছেন। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ড্রেন থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। হাটহাজারীতে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামার পুকুড়পাড় এলাকায় আজ শুক্রবার সকালে খোরশেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মেখল ইউনিয়নের অলি সুবেদার বাড়ির মৃত শেখ মুজিবের পুত্র। পুলিশ জানায়, তার মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে।
×