ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্ষতিপূরণ পেলেন ক্ষতিগ্রস্ত কৃষক

প্রকাশিত: ০৯:৪০, ২৯ জুন ২০১৯

 ক্ষতিপূরণ পেলেন ক্ষতিগ্রস্ত কৃষক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলায় ইটভাঁটির বিষাক্ত ধোঁয়া ও গ্যাসের প্রভাবে বোরো ধান ক্ষেতের ক্ষতিগ্রস্ত ১৭৮ কৃষক ১০ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুক্রবার সকালে ক্ষতিপূরণের ওই নগদ টাকা বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেন। এ সময় সৈয়দপুর কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষক প্রতিনিধি শফিকুল আলম,আলমগীর হোসেন,আফছার আলী ও আজিজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকায় অবস্থিত একই মালিকের মেসার্স এম জেড এইচ ব্রিকস নামের দুটি ইটভাঁটির নির্গত বিষাক্ত ধোঁয়া ও গ্যাসের প্রভাবে আশপাশের জমির উঠতি বোরো ধান ক্ষেত স¤পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়।
×