ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ডাকাত দলের হাতে জিম্মি ৫০ হাজার মানুষ

প্রকাশিত: ০৯:৩৯, ২৯ জুন ২০১৯

 বাঁশখালীতে ডাকাত  দলের হাতে জিম্মি ৫০ হাজার  মানুষ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৮ জুন ॥ দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে সংঘবদ্ধ ডাকাত দল। আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বীরদর্পে প্রতিরাতে অস্ত্রের ঝনঝনাতিতে প্রকম্পিত করে তুলছে এলাকা। বিভিন্ন এলাকার দাগী অপরাধীদের নিয়ে আস্তানা গড়ে তুলেছে চাম্বল ফরেস্ট বিট সংলগ্ন এলাকায়। সেখানে রয়েছে ৪০/৫০ জনের সশস্ত্র ডাকাতবাহিনী। যার কারণে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকায় বসবাসকারীরা। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বৃহস্পতিবার ডাকাত দল এলাকায় ফের গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে তাদের শক্তির জানান দেয় । চাম্বলের ডাকাতদলের মদদে রয়েছে এলাকার জনপ্রতিনিধি ও সরকারদলীয় নেতা। ঘটনাগুলো সংঘটিত হচ্ছে বাঁশখালীর চাম্বল ও সরল ইউপিতে। এদিকে ডাকাতের আস্তানায় একাধিক অভিযান পরিচালনা করেছে দাবি করে ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ডাকাতের আস্তানা ও সদস্যদের চিহ্নিত করা হয়েছে । শীঘ্রই অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তাছাড়া মদদদাতা ও অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। তাছাড়া ডাকাতের আস্তানা পাহাড়ি এলাকায় হওয়ায় পুলিশ কৌশল অবলম্বন করে এগুচ্ছে বলেও তিনি জানান।
×