ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে ওসির বিরুদ্ধে জমি দখল করে দেয়ার অভিযোগ ॥ মালিক লাঞ্ছিত

প্রকাশিত: ০৯:৩৮, ২৯ জুন ২০১৯

 সিদ্ধিরগঞ্জে ওসির  বিরুদ্ধে জমি দখল করে দেয়ার অভিযোগ ॥ মালিক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে বিচার চাইতে গিয়ে মফিজুর রহমান নামে এক ভুক্তভোগী থানার ওসির হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি অর্থের বিনিময়ে প্রতিপক্ষ ইমরান হোসেনকে জমি দখল করে দেয়ার অভিযোগও রয়েছে ওসি বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী মফিজুর রহমান গত ২৩ জুন নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর অভিযোগ দাখিল করেছেন। পুলিশ সুপার বরাবর অভিযোগের কপি থেকে জানা যায়, ঢাকার রামপুরার বাসিন্দা মফিজুর রহমান ও তার অংশীদারগণ সিদ্ধিরগঞ্জ থানার খোর্দ্দঘোষপাড়া মৌজায় ৬ শতাংশ জমি খরিদ করে ভোগ দখল করে আসছেন। পরবর্তীতে ইমরান হোসেন শেখ গংয়ের সঙ্গে আরও সাড়ে ৬ শতাংশ জমি খরিদ করেন এবং ইমরান হোসেন শেখ গংয়ের সঙ্গে নামজারি করে ভোগদখল করছেন। পরবর্তীতে মফিজুর রহমান গং অপরাপর অংশীদারসহ ওই সম্পত্তিতে দোকান ও বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। ইমরান গং দোকানপাট ও বাড়িঘর ভাংচুর করে জোরপূর্বক তাদের স্থাপনা নির্মাণ করে দখলে যাওয়ার চেষ্টা করছে। গত ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় সন্ত্রাসী দিয়ে মফিজুর রহমান গংয়ের দোকানপাট ও ঘর দখলের উদ্দেশে হামলা চালায়। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় জায়গার দখল নেয় এবং জমির আগের সাইনবোর্ড ফেলে দেয়। পরে এ বিষয়ে অসহায় মফিজুর রহমান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজের কাছে বিচার চাইতে যান। এক পর্যায়ে গত ৩১ মে থানায় উভয় পক্ষকে নিয়ে ওসি বৈঠকে বসেন। এ সময় অর্থের বিনিময়ে ইমরান হোসেনের পক্ষ নিয়ে ওসি উত্তেজিত হয়ে মফিজুর রহমানকে তার পায়ের জুতা খুলে নিক্ষেপ করে। এ ঘটনায় মফিজুর রহমান হতভম্ব হয়ে পড়েন। এছাড়াও ওসি মফিজুর রহমানকে বিভিন্ন থানায় মামলা দিয়ে জেল খাটাবে বলেও হুমকি প্রদান করে। মফিজুর রহমান বলেন, ওসির জোরে ইমরান হোসেন আমাদেরকে জমির কাছেও যেতে দিচ্ছে না।
×