ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভালুকায় সড়ক সংস্কারের দাবি

প্রকাশিত: ০৯:৩৫, ২৯ জুন ২০১৯

ভালুকায় সড়ক সংস্কারের  দাবি

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৮ জুন ॥ ভালুকার সিডস্টোর-সখীপুর সড়কের দ্রুত সংস্কার ও এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তরের দাবি শুক্রবার বেলা ১১টায় বাটাজোর বাজারে যৌথ খামারের উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। এ সময় বাটাজোর যৌথ খামারের ম্যানেজার উপজেলা সিপিবি সভাপতি মোজাম্মেল হক জানান, সিডস্টোর বাজার থেকে বাটাজোর বাজার হয়ে সখীপুর পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তার বেশির ভাগ অংশ খানাখন্দ বড় বড় গর্ত হওয়ায় পানি জমে যানবাহন ও চালচলে জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া এ সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোর বাজার থেকে বাটাজোর বাজার হয়ে পার্শ্ববর্তী সখীপুর উপজেলা অতিক্রম করে টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থানে যমুনা সেতুতে মিলিত হয়ে উত্তর বঙ্গের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগের স্বল্প দৈর্ঘ্য রাস্তা। এ রাস্তাটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অযোগ্য হয়ে গেলেও এলজিইিডি কর্তৃপক্ষ সড়ক মেরামতে কোন উদ্যোগ নিচ্ছেন না, এলাকাবাসীর দাবি এ অঞ্চলের মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনে সড়ক উন্নয়নে এ সড়কটিকে এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করা হউক।
×