ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মীরসরাই পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ গ্রাহক

প্রকাশিত: ০৯:৩৫, ২৯ জুন ২০১৯

 মীরসরাই পল্লী বিদ্যুতের  ভুতুড়ে বিলে অতিষ্ঠ  গ্রাহক

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৮ জুন ॥ মীরসরাই পল্লী বিদ্যুত সমিতির-৩ এর বিরুদ্ধে গ্রাহকদের ভুতুড়ে বিলের অভিযোগ উঠেছে। ভুতুড়ে বিলে অতিষ্ঠ হয়ে পড়েছেন মীরসরাইয়ে কয়েকশ গ্রাহক। সম্প্রতি উপজেলার কয়েকটি এলাকায় এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রাহকদের তোপের মুখে পড়েন মিটাররিডার কাম ম্যাসেঞ্জার। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কয়েকশ গ্রাহক ভুতুড়ে বিলের ভোগান্তির শিকার হচ্ছে। গ্রাহকদের কাছে জুন মাসে বিলের কাগজ পৌঁছালে ওই বিলের টাকার পরিমাণ দেখে গ্রাহকদের চোখ কপালে ওঠে। তারা ওই বিল দেখে বিস্মিত ও হতভম্ব হয়ে পড়েন। তারা দেখেন প্রত্যেকের বিদ্যুত বিলে বিগত মাসের চেয়ে কয়েকগুণ বেশি। এছাড়াও মিটারের ইউনিটের সঙ্গে উল্লেখিত বিলের ইউনিটের সঙ্গে কোন মিল নেই। এতে করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পল্লী বিদ্যুত সমিতি-৩ মীরসরাই এলাকার কয়েকশ গ্রাহক। উপজেলার খৈয়াছরা ইউনিয়নের দুয়ারু গ্রামের মজিবুর হক নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহক অভিযোগ করেন, তার হিসাব নং ০৩-০০৮৬২১৪৫ জুন মাসে তার আবাসিক বিদ্যুত বিল ২১,৮৮১ টাকা বিল আসে। এত বিল দেখে আমরা হতভম্ব হয়ে যান তিনি। অথচ পূর্বের মাসগুলোতে তার বিল আসত ৬শ টাকার মতো। এত ইউনিট ভূতে ব্যবহার করেছেন কিনা তিনি প্রশ্ন রাখেন। ওসমানপুর ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের মোবারক হোসেন নামে আরেক গ্রাহক অভিযোগ করেন, তার হিসাব নং ০২-১১১০-৩৭৮০ তিনি ফেব্রুয়ারি মাসে বিদ্যুত বিল পরিশোধ করা হলে ও জুন মাসে পুনরায় যোগ করে দেয়া হয়। তিনি বলেন, এভাবে যদি ভুতুড়ে বিলের মাধ্যমে আমাদের হয়রানি করা হয় তাহলে আমরা সাধারণ গ্রাহকের কোথায় যাব। পল্লী বিদ্যুত সমিতি ৩ এর পরিচালক আলী আহসান জানান, গ্রাহক যদি অভিযোগ করে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর মীরসরাই জোনাল অফিসের ডিজিএম মোঃ আবু জাফর বলেন, রমজান মাসে গরম পড়ার কারণে গ্রাহকরা বেশি বিদ্যুত ব্যবহার করায় বিল বেশি এসেছে। তবে কোন গ্রাহকের বিদ্যুত বিল অবিশ্বাস্য রকমের বেশি আসলে তা হয়তো ভুলবশত হতে পারে। গ্রাহকরা অভিযোগ করলে তা সমাধান করে দেয়া হবে।
×