ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘আলফা’ প্রদর্শিত হবে আজ

প্রকাশিত: ০৯:৩২, ২৯ জুন ২০১৯

 ‘আলফা’ প্রদর্শিত হবে আজ

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত চলচ্চিত্র ‘আলফা’ প্রদর্শিত হবে আজ শনিবার চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে। চট্টগ্রামে ইনডিপেনডেন্ট রিসার্স সেন্টার ফর ফিল্ম এ্যান্ড ভিসুয়াল কালচারের আয়োজনে ছবিটি প্রদর্শিত হবে। এটি নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত তৃতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘একাত্তরের যীশু’ এবং ‘গেরিলা’ নামের মুক্তিযুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। ইতিমধ্যে আলফা আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে। পরিচালক জানান, তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘আলফা’র কাহিনী। যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া এবং অন্তর্দ্বন্দে¦ বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবনই এর মূল উপজীব্য। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের অভিনয়শিল্পী আলমগীর কবির। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দোয়েল ম্যাশ, এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত প্রমুখ। পরিচালক জানান, আজ শনিবার সকাল ১১টা, বিকেল ৩টা ও ৫টা এবং সন্ধ্যা ৭টায় ছবিটি দেখানো হবে। উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টা, বিকেল ৫টা এবং সন্ধ্যে ৭টায় এর প্রদর্শনী হয়। অনুষ্ঠানস্থলে পাওয়া যাবে।
×