ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমতলীতে দম্পতিকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৪:২২, ২৮ জুন ২০১৯

আমতলীতে দম্পতিকে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের জলিল গাজী ও তার স্ত্রী নেহারুন দম্পতিকে প্রতিবেশী শহীদুল গাজী ও তার লোকজন পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দম্পতিকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আজ শুক্রবার সকালে। জানাগেছে, উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের জলিল গাজীর সাথে প্রতিবেশী শহীদুল ইসলাম গাজীর ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার ওই জমিতে শহিদুল ইসলাম গাজী ও তার লোকজন জোরপূর্বক মাটি কাটা শুরু করে। এ সময় জলিল গাজী ও তার স্ত্রী ওই জমিতে মাটি কাটতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে এই দম্পতিকে শহীদুল গাজী ও তার সহযোগী লালু গাজী, নুর হোসেন ও ইমরানসহ ৭/৮ জনে কোদাল ও সাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে স্ত্রী নেহারুনের কানের লতি ছিড়ে যায় এবং জলিলের নাকে ও মুখ মন্ডলে গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত জলিল গাজীর স্ত্রী আহত নেহারুন বলেন, আমাদের জমিতে মাটি কেটে নিয়ে যাচ্ছিল শহীদুল ও তার লোকজন। এতে নিষেধ করায় শহীদুল গাজী ও তার লোকজন আমার স্বামী ও আমাকে মেরে জখম করে দিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই। এ ব্যাপারে শহীদুল গাজীর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আহত দম্পতির কান, নাক ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×