ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলার দৌলতখানে লঞ্চের ধাক্কায় এক যাত্রী আহত

প্রকাশিত: ০১:৩৯, ২৮ জুন ২০১৯

ভোলার দৌলতখানে লঞ্চের ধাক্কায় এক যাত্রী আহত

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার দৌলতখানে কর্ণফুলী-১৩ লঞ্চের ধাক্কায় নাসির আহমেদ (৫৫) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় দৌলতখান লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার সকালে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকা করা হচ্ছে আহত ওই যাত্রীর একটি পা নষ্ট হয়ে যেতে পারে। জানা গেছে সাড়ে ৮ টার দিকে কর্ণফুলী-১৩ লঞ্চটি ঘাটে এসে নোংগর করে। এ সময় নাসির আহমেদ লঞ্চে উঠতে গেলে লঞ্চের দড়ি ছিড়ে যায়। এসময় ধাক্কায় খেয়ে পড়ে গিয়ে নাসির আহমেদেও বাম পা থেতলে গিয়ে ভেঙ্গে গুরুতর আহত হয়। এ সময় তার পায়ে রক্তক্ষরন হয়। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিলেও তার অবস্থা অবনতি হলে তাকে রাতেই ঢাকা প্রেরন করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তার একটি পা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। অপরদিকে এই দুর্ঘটনার পর পর দ্রুত কর্ণফুলী লঞ্চের লোকজন আহত ওই যাত্রীকে কোন সহয়তা না করে লঞ্চ ঘাট ত্যাগ করে চলে যায়। এতে করে স্থানীয় লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেন।
×