ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জলবায়ু পরিবর্তন মানবাধিকারের জন্য বড় হুমকি ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ১২:৩২, ২৮ জুন ২০১৯

 জলবায়ু পরিবর্তন মানবাধিকারের জন্য বড় হুমকি ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা সবাই জানি যে জলবায়ু পরিবর্তন একটি বাস্তবতা। এটি মানবাধিকারের বৃহৎ হুমকিগুলোর মধ্যে একটি। কারণ মানবাধিকার সুরক্ষা এবং পরিবেশ সুরক্ষার মধ্যে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও প্যানপ্যাসিফিক হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এসডিজি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে না। দেশের উপকূলীয় অঞ্চল এক মিটার পানির নিচে ডুবে যাবে। কৃষি জমি হ্রাস পাবে। ফলে এসডিজি অর্জনের গতি হ্রাস পাবে। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কেবলমাত্র এসডিজি অর্জনের গতি হ্রাস পাবে না। এর ফলে জনগণের খাদ্যের অধিকার, পানি, স্বনির্ভরতা, স্বাস্থ্য, উন্নয়ন ও পরিবেশের অধিকার হ্রাস পাবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ বিল্লাল হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক আকতার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সকল অতিরিক্ত জেলা জজকে গাড়ি দেয়া হবে ॥ মন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার ৪৬ জন জেলা ও দায়রা জজ/ সমমর্যাদার বিচারককে ৪৬টি গাড়ির চাবি হস্তান্তর করে বলেছেন, অধস্তন আদালতে কর্মরত সকল জেলা ও দায়রা জজকে সরকারী গাড়ি প্রদান করা শেষ হলো। এখন পর্যায়ক্রমে সকল অতিরিক্ত জেলা ও দায়রা জজকে গাড়ি প্রদান করা হবে। তিনি বলেন, এবার যে সব গাড়ি ক্রয় করা হয়েছে তার সবগুলো ব্রান্ড নিউ গাড়ি। গাড়িগুলো তিনি যত্নসহকারে ব্যবহারের পরামর্শ দেন। বৃহস্পতিবার ঢাকার আব্দুল গণি রোডে নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে জেলা জজদের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী। আগামী রবিবার ৬২ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে গাড়ি প্রদান করা হবে। এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, যুগ্ম সচিব গোলাম সারোয়ার, যুগ্ম সচিব হাবিবুর রহমান, সলিসিটর জেসমিন আরা, নিবন্ধন অধিদফতরের মহা পরিদর্শক খান মোঃ আব্দুল মান্নানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×