ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচন্ড গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ১০:৩৬, ২৮ জুন ২০১৯

 প্রচন্ড গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ প্রচন্ড গরমে অবশেষে রাজধানীতে এক পশলা বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার সকাল ১০টার পর রাজধানীর বিভিন্ন অংশে এই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ কম হলেও ক্ষণিকের জন্য স্বস্তি এনে দেয়। এছাড়া সারাদেশে এদিন বৃষ্টিপাত হওয়াতে স্বস্তি মিলেছে। রাজধানীতে সকালের পর সারাদিন আর বৃষ্টি না হলে আকাশ মেঘে ঢাকা ছিল। আবহাওয়া অফিস বলছে সারাদেশে উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় হয়েছে। এ কারণে আজ ঢাকা ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে। বাংলাদেশে এটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে দুর্বল ও মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে এখন বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেবে ভারি বর্ষণের দেখা মিলতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া বৃষ্টি হলে গরমের মাত্রা আরও কমে আসবে। এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকার কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়েছে। যদিও আবহাওয়া অফিসের রেকর্ড বলছে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ঢাকায়। এদিন ঢাকার বাইরে কুমারখালীতে সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। তবে কোথাও মাঝারি আবার কোথাও ভারি বৃষ্টিপাতের হয়েছে। আগামীতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও উল্লেখ করেছেন তারা।
×