ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৩৬০ থেকে কমিয়ে ১৮০ টাকা ধার্য

প্রকাশিত: ১০:৩৬, ২৮ জুন ২০১৯

 ইন্টারনেট ব্যান্ডউইথের  দাম ৩৬০ থেকে  কমিয়ে ১৮০ টাকা ধার্য

স্টাফ রিপোর্টার ॥ গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৩৬০ টাকা থেকে কমিয়ে ১৮০ টাকা নির্ধারণ করেছে সরকার। নতুন দাম আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। ব্যান্ডউইথের দাম সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো’ শীর্ষক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। ইন্টারনেট ব্যান্ডউইথের দামের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব ও প্রযুক্তিবান্ধব সরকার। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যেন সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন তার জন্য ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ছিল ২৭ হাজার টাকা। এটা কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়। পর্যায়ক্রমে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮০০ টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকায় কমিয়ে আনা হয়। মোস্তাফা জব্বার বলেন, ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে দেশে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হতো। বর্তমানে দেশে এক হাজার এক শ’ জিবিপিএসে ব্যবহার হচ্ছে। এটাই প্রমাণ করে দেশ তথ্যপ্রযুক্তিতে কতদূর এগিয়ে গেছে। শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য ব্যান্ডউইথ এমবিপিএস ৫-৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩শ’ টাকা। ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৭০ টাকা। ব্যান্ডউইথ এমবিপিএস ৩০০০ এবং তদুর্ধ এমবিপিএস প্রতি চার্জ ২শ’ টাকা। ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ১৮০ টাকা। সরকারী অফিস, আধা-সরকারী প্রতিষ্ঠান ও কর্পোরেট অফিসের জন্য ব্যান্ডউইথ এমবিপিএস ৫-৪৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩৯৫ টাকা। ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ৩৫৫ টাকা। ব্যান্ডউইথ এমবিপিএস ৩ হাজার এমবিপিএস প্রতি চার্জ ২৫০ টাকা। ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২২৫ টাকা করা হয়েছে। তথ্যপ্রযুক্তিবিদরা, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু এই দামের সুবিধা গ্রাহক পাবে কিনা-তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। এর আগে দফায় দফায় ইন্টারনেটের দাম কমানো হলেও গ্রাহক পর্যায়ে খুব একটা সুবিধা মেলেনি। গ্রাহক পর্যায় পর্যন্ত সুবিধা দিতে হলে এর একটা মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। তা না হলে মধ্যস্বত্বভোগীরাই এর সুফল পাবে।
×