ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইন্ডিজকে উড়িয়ে দিয়ে সেমির পথে ভারত

প্রকাশিত: ১০:০৪, ২৮ জুন ২০১৯

 উইন্ডিজকে উড়িয়ে দিয়ে সেমির পথে ভারত

জাহিদুল আলম জয় ॥ ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে চলমান বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে ভারত। বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টারের এমিরেটস ওল্ডট্রাফোর্ড স্টেডিয়ামে উইন্ডিজকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল। বিশ্বকাপের ৩৪ নম্বর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। শুরুটা ভাল হলেও একপর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে রানের গতি মন্থর হয়ে যায় দলটির। কিন্তু সুপারস্টার কোহলি ও সবসময়ের নায়ক মহেন্দ্র সিং ধোনির দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ গড়ে কোচ রবি শাস্ত্রীর দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের ঝুলিতে জমা হয় ২৬৮ রান। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭২ রান করেন দলপতি কোহলি। উইকেটরক্ষক ধোনি অপরাজিত থাকেন ৫৬ রানে। এছাড়া ওপেনার লোকেশ রাহুল ৪৮ ও হার্ডিক পান্ডিয়া করেন ৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবগুলো উইকেটই নেন তিন পেসার। এর মধ্যে ৩ উইকেট নিয়ে সবার সেরা কেমার রোচ। আর ২টি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল ও অধিনায়ক জেসন হোল্ডার। ২৬৯ রানের জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইনিংস ওপেন করতে নামেন সুপারস্টার ক্রিস গেইল ও সুনিল এ্যামব্রিস। কিন্তু ভারতীয় পেসারদের দাপটে ধুঁকতে থাকেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। পঞ্চম ওভারে দলীয় মাত্র ১০ রানেই মারকুটে গেইলকে সাজঘরে পাঠিয়ে দেন আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান মোহাম্মদ শামি। ১৯ বল খেলে মাত্র ৬ রান করেন গেইল। ওয়ান ডাউনে আসা উইকেটরক্ষক শাই হোপকেও উইকেটে টিকতে দেননি বিধ্বংসী ফর্মে থাকা শামি। মাত্র ৫ রান করা হোপকে সরাসরি বোল্ড আউট করেন তিনি। উইন্ডিজের দলীয় রান তখন ১৬। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হোল্ডার বাহিনী। তাদের কোন ব্যাটসম্যানই কোমড় সোজা করে ব্যাট করতে পারেননি। শেষ পর্যন্ত ১৫.৪ ওভার বাকি থাকতে অর্থাৎ ৩৪.২ ওভারে মাত্র ১৪৩ রান করে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান করেন এ্যামব্রিস। এছাড়া পুরান ২৮ ও সিমরন হেটমায়ের করেন ১৮ রান। ভারতের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ শামি ১৬ রানে কব্জা করেন ৪ উইকেট। এছাড়া জাসপ্রিট বুমরাহ মাত্র ৯ রানে ২টি ও চাহাল ৩৯ রানে নেন ২ উইকেট। অসাধারণ ব্যাটিং করে ম্যাচসেরা হয়েছেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। দারুণ এই জয়ে ছয় ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। সেই সঙ্গে সেমিফাইনালে খেলাও প্রায় নিশ্চিত করে ফেলেছে। সাত ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড নেমে গেছে তৃতীয় স্থানে। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এর আগে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করেন দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ষষ্ঠ ওভারে দলীয় ২৯ রানে রোহিতকে (১৮ রান) সাজঘরে পাঠিয়ে ক্যারিবীয়দের উল্লাসে ভাসান পেসার রোচ। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক কোহলিকে নিয়ে ভাল একটা জুটি গড়ে তোলেন রাহুল। দু’জনে দলের ভা-ারে জমা করেন ৬৯ রান। দলীয় ৯৮ রান আর ব্যক্তিগত ৪৮ রান করে রাহুল উইন্ডিজ অধিনায়ক হোল্ডারের বলে বোল্ড হলে বিপদে পড়ে ভারত। এরপর কোহলি একপ্রান্তে আগলে থাকলেও অন্য প্রান্তে চলে যাওয়া-আসা। যে কারণে রানের গতি শ্লথ হয়ে পড়ে। ৩৯তম ওভারে দলীয় ১৮০ রানে কোহলিকে আউট করে ক্যারিবীয়দের বড় সাফল্য এনে দেন হোল্ডার। সাজঘরে ফেরার আগে আটটি চারে ৮২ বলে ৭২ রান করেন ভারতীয় দলপতি। কোহলির আউটের পর হাল ধরেন অভিজ্ঞ এমএস ধোনি। তাকে যোগ্য সঙ্গ দেন হার্ডহিটার ব্যাটসম্যান হার্দিক পা-িয়া। কোহলির পর এ দু’জনের দৃঢ়তায় আড়াইশ রানের মাইলফলক পেরিয়ে যায় ভারতীয়রা। শেষ পর্যন্ত অপরাজিত থাকা ধোনির ৬১ বলে ৫৬ রানের ওপর ভর করে ২৬৮ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। শুরুর দিকে ধোনি বেশ স্লো ব্যাটিং করলেও শেষদিকে দু’টি ছক্কা হাঁকিয়ে পুষিয়ে দেন। আর পা-িয়া যথারীতি ছিলেন বিধ্বংসী। তিনি ৪৬ রানের ইনিংসটি সাজান পাঁচটি চারের সাহায্যে ৩৮ বল খেলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০ ওভার বল করে মাত্র ৩৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন কেমার রোচ। সমান ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট পান দলটির অধিনায়ক জেসন হোল্ডার। শেলডন কটরেল ২ উইকেট পেতে খরচ করেন ৫০ রান। এই ম্যাচে ৭২ রানের ঝকঝকে ইনিংস খেলার পথে আরেকটি গৌরবময় বিশ্বরেকর্ড গড়েন ভারতীয় অধিনায়ক কোহিল। যখন তিনি ৩৭ রান করেন তখনই রেকর্ডটি গড়ে ফেলেন। অর্থাৎ স্বদেশী কিংবদন্তী শচীন টে-ুলকার ও উইন্ডিজের আরেক জীবন্ত কিংবদন্তী ব্রায়ান লারাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ২০ হাজার রান করার বিশ্বরেকর্ড গড়েছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে টেস্ট, ওয়ানডে ও টি২০ মিলিয়ে ৩৭৫ ম্যাচে ৪১৬ ইনিংসে কোহলির সর্বমোট রান ছিল ১৯৯৬৩। ২০ হাজার রান স্পর্শ করতে কোহলির দরকার ছিল মাত্র ৩৭ রান। ক্যারিবীয়দের বিপক্ষে প্রয়োজনীয় রান তুলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দ্রুততম ২০ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। এই রান করতে তিনি খেলেছেন ৪১৭ ইনিংস। কোহলির আগে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন শচীন ও লারা। দু’জনই সমান ৪৫৩ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করেছিলেন। দুই জীবন্ত কিংবদন্তীকে টপকে গৌরবময় এই বিশ্বরেকর্ডের মালিক এখন বর্তমান সময়ের বিস্ময় তারকা কোহিল। ২০ হাজারী রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অধিনায়ক রিকি পন্টিং। ৪৬৮ ইনিংসে ২০ হাজার রান করেছিলেন তিনি।
×