ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাহালমের বিষয়ে দুদককে ১১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন পেশ করতে হবে

প্রকাশিত: ০৯:৪৪, ২৮ জুন ২০১৯

 জাহালমের বিষয়ে দুদককে ১১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন পেশ করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ জাহালম-ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভ্যন্তরীণ প্রতিবেদন আগামী ১১ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওইদিন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। জাহালমের পক্ষে ছিলেন আইনজীবী অমিত দাশগুপ্ত। শুনানিতে জাহালম আদালতে উপস্থিত ছিলেন। শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে উদ্দেশ করে আদালত বলেন, দুদক থেকে দুর্নীতিবাজ ক্যান্সার বাদ দেন। আমরা দুদককে স্বচ্ছ দেখতে চাই। তারা (দুদক) আরও শক্তিশালী হোক, আমরা সেটা চাই। দুর্নীতিবাজদের জায়গা এটি নয়। বাংলাদেশের অর্থনীতির এখন স্বর্ণযুগ চলছে। তাই এখন অর্থনৈতিক ক্রাইম হওয়ার সুযোগ রয়েছে। দুদককে অনেক পাওয়ার (ক্ষমতা) দেয়া হয়েছে। সততা ও স্বচ্ছতার সঙ্গে দুদককে কাজ করতে হবে। দুদক শক্তিশালী না হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না। পরে হাইকোর্ট আগামী ১১ জুলাই দুদকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওইদিন এ মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে গত ১৩ মে জাহালমের বিরুদ্ধে ব্যাংক ঋণ জালিয়াতির ৩৩ মামলার এজাহার, অভিযোগপত্র, সম্পূরক অভিযোগপত্র এবং ব্যাংকের নথি দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। জাহালমের কারাবাসের বিষয়টি গত ২৮ জানুয়ারি আদালতের নজরে আনেন আইনজীবী অমিত দাশগুপ্ত। একটি জাতীয় দৈনিকে ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি প্রতিবেদন আদালতের নজরে আনেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি ২৬ মামলা থেকে জাহালমকে অব্যাহতি দিয়ে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। এ আদেশের পর মুক্তি পান তিন বছরের বেশি কারাবাস করা জাহালম। বিনা অপরাধে কারাবাস করায় তাকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না এ রুলের শুনানি চলছে হাইকোর্টে।
×