ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নবজাতকের লাশ উদ্ধার, ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৪৩, ২৮ জুন ২০১৯

রাজধানীতে নবজাতকের লাশ উদ্ধার, ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ভেতর থেকে ফুটফুটে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। এদিকে সবুজবাগে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। অন্যদিকে ভাটারায় ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আরামবাগ এলাকায় নটরডেম কলেজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে আরেক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ভেতর থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহবাগ থানা পুলিশ ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এহসানুল হক জানান, সকালে খবর পেয়ে শহীদুল্লাহ হলের শিক্ষক কোয়ার্টারের পেছন থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থাতেই একদিন বয়সী ওই নবজাতককে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। তিনি জানান, নবজাতক ছেলেটির মৃতদেহ এখানে কীভাবে এলো। কারা এখানে ফেলে গেছে। তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু ॥ রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই মাসুদুর রহমান জানান, মামুন হস্তশিল্প তৈরি করে বাজার বিক্রি করত। তারা সবুজবাগ পূর্ব রাজারবাগ এলাকায় থাকেন। তিনি জানান, বুধবার রাত দেড়টার দিকে পূর্ব রাজারবাগ শাপলা কানুন মোড় এলাকায় নিয়ে হেঁটে বাসায় আসছিল মামুন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে মামুন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, চার ভাই ও এক বোনের সবার মধ্যে মামুন দ্বিতীয় ছিল। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে মামুনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ ভাটারার নতুন বাজার এলাকায় ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সামিউল (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বালুরচর গ্রামে। নিহতের সহকর্মী মোঃ সাজু ইসলাম জানান, বৃহস্পতিবার তারা পূর্ব ভাটারা নতুন বাজার বি-ব্লকের একটি ভবনের নির্মাণ কাজ করছিলেন। তিনি জানান, দুপুরে পাইলিংয়ের কাজ করার সময় সামিউল বিদ্যুতস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান। নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ মতিঝিলের আরামবাগ এলাকায় নটরডেম কলেজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুলজার হোসেন পরামানিক (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে। তিনি নর্দা হারেজ সড়কে থাকতেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে ঢামেক মর্গে গুলজারের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান। নিহতের ছেলে স¤্রাট হাসান জানান, বাবা গুলজার হোসেন রাজমিস্ত্রির কাজ করেন। তিনি জানান, নটরডেম কলেজের পাঁচ তলার পাশে মাচাং বেঁধে কাজ করছিলেন বাবা। বুধবার বিকেলে কাজ করার সময় মাচাং ভেঙ্গে নিচে পড়ে যায় বাবা গুলজার হোসেন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কাকরাইল ইসলামিয়া ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থায় অবনতি হলে গভীররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×