ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএসসিসির মাসব্যাপী কর্মসূচী

প্রকাশিত: ০৯:৩৮, ২৮ জুন ২০১৯

 ডিএসসিসির মাসব্যাপী কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ জনগণের সচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের মূল হাতিয়ার বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার রাজধানীর ফুলবাড়িয়ায় ডিএসসিসির নগর ভবনের অডিটোরিয়ামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ বিষয়ক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিষয়ে জনগণের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণকে সচেতন করতে হবে। ডেঙ্গু জ্বর বাসায় বসে সাত থেকে ১০ দিনেই সাধারণভাবে ভাল হয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচীর পরিকল্পনা তুলে ধরেন মেয়র খোকন। মাসব্যাপী কর্মসূচীর মধ্যে আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত মশক নিধন কর্মসূচী চালানো হবে।
×