ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমরণ অনশনের হুমকি ছাত্রলীগের পদবঞ্চিতদের

প্রকাশিত: ০৯:৩৭, ২৮ জুন ২০১৯

 আমরণ অনশনের হুমকি ছাত্রলীগের  পদবঞ্চিতদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আজ শুক্রবার দুপুর ১টার মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী ও পরিশ্রমী নেতাদের স্থান দেয়া না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদবঞ্চিতরা। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থানরত পদবঞ্চিতরা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেয়াসহ চার দফা দাবিতে এক মাস (২৬ মে থেকে) ধরে সেখানে অবস্থান কর্মসূচী পালন করছেন পদবঞ্চিতরা। ছাত্রলীগের বিগত কমিটির কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক মুরাদ হায়দার টিপু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, শুরু থেকেই আমাদের এই দাবিগুলোর বিষয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অকল্পনীয় উদাসিনতা দেখছি। তাই আমাদের দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না করা হলে অনশন করার কর্মসূচী পালন করব।
×