ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে সরকার ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৬, ২৮ জুন ২০১৯

 পাঁচ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে সরকার ॥ পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রতিবছর ৩০ লাখ করে আগামী পাঁচ বছরে সরকার দেড় কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ব্র্যাক ইউনিভার্সিটি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসস’র। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভেনসেন্ট চ্যাং, বাংলাদেশ অর্থনীতি সমিতির মহাসচিব জামাল উদ্দিন, ব্র্যাক ইউনিভার্সিটি’র অফিস অব স্টুডেন্ট এ্যাফেয়ার্সের পরিচালক দিলারা আফরোজ খান রুপা, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মোঃ ফয়জুল ইসলাম ও এনআরবি জবস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবে এলাহী চৌধুরী।
×