ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে গৃহবধূকে নির্যাতন, স্বামী-শশুরসহ আটক ৪

প্রকাশিত: ০৯:৩১, ২৭ জুন ২০১৯

 জামালপুরে গৃহবধূকে নির্যাতন, স্বামী-শশুরসহ আটক ৪

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য স্ত্রী ইয়াছমিনকে (২৩) গাছে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগে পাষন্ড স্বামী মাজেদ ফকির ও শশুর টগরু ফকিরসহ একই পরিবারের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গৃহবধূ ইয়াছমিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া গ্রামের টগরু ফকিরের ছেলে মাজেদ ফকির পৌরসভার চরবওলা গ্রামের কৃষক দুদু প্রামাণিকের মেয়ে ইয়াছমিনকে পাঁচ বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তিন লাখ টাকার যৌতুকের জন্য স্ত্রী ইয়াছমিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী মাজেদ ফকির। এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্বামী মাজেদ ফকির ও তার পরিবারের সদস্যরা ইয়াছমিনকে বাড়ির উঠানে গাছে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার মাথা, পীঠ ও পায়ের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় গৃহবধূ ইয়াছমিন বাদী হয়ে বুধবার রাতে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ও ৩০ ধারায় দায়ের করা ওই মামলায় নির্যাতনকারী স্বামী মাজেদ ফকির ও শশুর টগরু ফকির, দেবর মো. শাহজাহান ও শাহজাহানের স্ত্রী ছানোয়ারা বেগমকে আসামি করা হয়েছে। মামলা দায়েরর পর মাদারগঞ্জ মডেল থানার একদল পুলিশ নির্যাতনকারী মাজেদ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে মামলাটির চারজন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জনকণ্ঠকে জানান, ‘নির্যাতিতা গৃহবধূ ইয়াছমিনের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে বুধবার রাতেই চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
×