ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবাইকে খুশি করেছিল রোনাল্ডোর দলবদল

প্রকাশিত: ০৯:১১, ২৮ জুন ২০১৯

  সবাইকে খুশি করেছিল রোনাল্ডোর দলবদল

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ জায়ান্টদের কাছ থেকে সিআর সেভেনকে কিনে নেয় জুভরা। তবে রোনাল্ডোর দলবদলে খুশি হয়েছিলেন ক্লাবের সকলেই। কিন্তু কেন? শুনুন তারই সাবেক ক্লাব সতীর্থ এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুসের মুখ থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার দলবদল খুশি করেছিল প্রত্যেককেই। কেননা সে (রোনাল্ডো) নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য উন্মুখ হয়েছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদও অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হয়।’ রোনাল্ডোকে কী এখনও মিস করেন টনি ক্রুস? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো কাউকে যদি আপনি কখনও মিস না করেন সেটা হবে অদ্ভুত ব্যাপার। কেননা তার গোলের সৌজন্যেই নির্ধারিত হয়েছিল রিয়াল মাদ্রিদের অসংখ্য ম্যাচের ফলাফল।’ রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান সিরি’এ লীগে যোগদানের পরও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে রিয়াল মাদ্রিদ তাদের ছন্দ হারিয়ে ফেলে। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা তো ধরে রাখতে পারেইনি। স্প্যানিশ লা লিগায় শেষ করেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে। তবে রোনাল্ডোর পর এই মৌসুমে নতুন করে দল সাজাতে বেশ সিরিয়াস রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যেই যে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা দল চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে কিনে নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। এছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে লা লিগার ইতিহাসের অন্যতম সফল ক্লাবটি। এদিকে পর্তুগীজ জায়ান্ট বেনফিকা থেকে ১২৬ মিলিয়ন ইউরোতে (১৪৩ মিলিয়ন মার্কিন ডলার) তরুণ ফরোয়ার্ড হুয়াও ফেলিক্সকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদেরই নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। বেনফিকা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আর এই তথ্য যদি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয় তবে ১৯ বছর বয়সী ফেলিক্স হবেন নেইমার, কিলিয়ান এমবাপে, ফিলিপ কুটিনহো, ওসমান ডেম্বেলের পরে বিশ্বের পঞ্চম দামী খেলোয়াড়। বেনফিকার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে হুয়াও ফেলিক্সের ব্যাপারে যে প্রস্তাব দেয়া হয়েছে তা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে।’ বেনফিকার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ফেলিক্স বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি বড় ক্লাবেরই আগ্রহে পরিণত হয়েছে। ইতোমধ্যেই ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সঙ্গে তার যোগযোগের ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু সবাইকে ছাড়িয়ে এই দৌড়ে এ্যাথলেটিকো এগিয়ে গেছে। আসন্ন গ্রীষ্মে ফ্রেঞ্চ তারকা এন্তোনিও গ্রিজম্যানের এ্যাটলেটিকো ছাড়া প্রায় নিশ্চিত। সে কারণেই ফেলিক্সের প্রতি আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গত মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ফেলিক্স বেনফিকার হয়ে ৪৩টি ম্যাচে ২০ গোল করেছেন। পর্তুগীজ লীগের শিরোপাও তার হাত ধরেই এসেছে। চলতি মাসের শুরুতে পর্তুগালের হয়েও তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। নেশন্স লীগের সেমিফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচটিতে তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে মূল একাদশে খেলতে নেমেছিলেন।
×