ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৬ কোম্পানিতে বিদেশী বিনিয়োগ বেড়েছে

প্রকাশিত: ০৮:২০, ২৮ জুন ২০১৯

২৬ কোম্পানিতে বিদেশী বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বহুজাতিক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশে (বিএটিবি) বিদেশিদের শেয়ার এপ্রিলে কমার পর গত মাসে বেড়েছে। বোনাস ছাড়ার পর দর সংশোধনের কারণে তারা শেয়ারটিতে নতুন করে বিনিয়োগ করছেন বলে বাজার-সংশ্নিষ্টদের ধারণা। মে মাসে এ কোম্পানিতে বিদেশিদের শেয়ার ধারণ বেড়েছে ৪ লাখ ৩২ হাজার। টাকার অঙ্কে এর বাজারমূল্য প্রায় ৫৭ কোটি টাকা। শুধু বিএটিবি নয়, গত মাসে মোট ২৬ কোম্পানিতে বিদেশিদের শেয়ার ধারণ বেড়েছে। এর মধ্যে টাকার অঙ্কে বিএটিবিতেই বিদেশিদের নিট বিনিয়োগ ছিল সর্বাধিক। অন্যদিকে, ৩৯ কোম্পানি থেকে বিদেশিদের শেয়ার কমেছে। টাকার অঙ্কে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, আইডিএলসি, শাশা ডেনিম ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মতো কোম্পানি থেকে বিদেশিদের বিনিয়োগ কমেছে বেশি। তালিকাভুক্ত ৩১৭ কোম্পানির মধ্যে ৩০৮টির শেয়ার ধারণের হার পরিবর্তনের পর্যালোচনায় এ তথ্য মিলেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৩২টিতে বিদেশিদের বিনিয়োগ রয়েছে। এর মধ্যে মোট শেয়ার বিবেচনায় সর্বাধিক বিনিয়োগ রয়েছে ডিবিএইচে। কোম্পানিটির মোট শেয়ারের পৌনে ৪৩ শতাংশের মালিক বিদেশিরা। এ ছাড়া ব্র্যাক ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজে এদের শেয়ার কোম্পানি দুটির মোট শেয়ারের যথাক্রমে ৪২ দশমিক ৩৮ শতাংশ ও ৪০ দশমিক ০২ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে : টাকার অঙ্কে বিএটিবির পর সিটি ব্যাংকে বিদেশিদের নিট বিনিয়োগ রয়েছে প্রায় ৯ কোটি টাকার। গত মে মাসে ব্যাংকটিতে তাদের শেয়ার বেড়েছে ৩২ লাখ ২৮ হাজার। অলিম্পিক ইন্ডাস্ট্রিজে তাদের শেয়ার বেড়েছে প্রায় ২ লাখ ৮৮ হাজার, যার বাজারমূল্য ছিল প্রায় সাড়ে ছয় কোটি টাকা। বিবিএস কেবলসে শেয়ার বেড়েছে চার লাখ ৬০ হাজার, যার বাজারমূল্য ছিল প্রায় সাড়ে চার কোটি টাকা। এ ছাড়া টাকা অঙ্কে ইসলামী ব্যাংকে বিদেশিদের নিট বিনিয়োগ হয়েছে আড়াই কোটি টাকার, বেক্সিমকো লিমিটেডে সোয়া দুই কোটি টাকার, এক্মি ল্যাবরেটরিজে প্রায় সোয়া এক কোটি টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসে এক কোটি ২০ লাখ টাকার ও রেনেটায় প্রায় এক কোটি টাকার। শতাংশের হিসাবে বেড়েছে : শতাংশের হিসাবে মে মাসে বিদেশিদের শেয়ারের অংশ সর্বাধিক শূন্য দশমিক ৩৩ শতাংশ শেয়ার বেড়েছে সিটি ব্যাংকে। এপ্রিল শেষে ব্যাংকটিতে বিদেশিদের অংশ ছিল মোটের ১১ দশমিক ৬৯ শতাংশ, যা মে শেষে দাঁড়িয়েছে ১২ দশমিক ০২ শতাংশ। একইভাবে দ্বিতীয় অবস্থানে থাকা বিবিএস কেবলসে তাদের শেয়ার শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে মোটের ১ দশমিক ৮৫ শতাংশে, বিএটিবিতে শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে মোটের ১৪ দশমিক ৬৯ শতাংশে উন্নীত হয়েছে। আইসিবি ইসলামিক ব্যাংকে গত এপ্রিল পর্যন্ত বিদেশিদের শেয়ার ছিল না, মে মাসে মোটের শূন্য দশমিক ২৩ শতাংশ শেয়ার কিনেছেন তারা। এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজে বিদেশিদের শেয়ার মোটের শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ৪০ দশমিক ০২ শতাংশে উন্নীত হয়েছে। টাকার অঙ্কে বিনিয়োগ কমেছে :গত মাসে ব্র্যাক ব্যাংক থেকে বিদেশিদের শেয়ার কমেছে ৫৭ লাখ ৯৬৯ হাজার। এর বাজারমূল্য ছিল প্রায় ৩৭ কোটি টাকা। টাকার অঙ্কে এটা ছিল গত মাসের সর্বাধিক বিনিয়োগ প্রত্যাহার। এর পরের অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা। গত মাসে এ কোম্পানি থেকে বিদেশিদের নিট শেয়ার কমেছে প্রায় ২৬ লাখ, যার বাজারমূল্য ছিল প্রায় ২০ কোটি টাকা। এ ছাড়া গ্রামীণফোন থেকে চার লাখ পাঁচ হাজার শেয়ার কমেছে, যার বাজারমূল্য ছিল সাড়ে ১৪ কোটি টাকা। স্কয়ার ফার্মা থেকে শেয়ার কমেছে পৌনে পাঁচ লাখ, যার বাজারমূল্য ছিল প্রায় ১২ কোটি টাকা। আইডিএলসি থেকে কমেছে নয় লাখ পাঁচ হাজার শেয়ার, যার বাজারমূল্য ছিল সাড়ে পাঁচ কোটি টাকার। শতাংশের হিসাবে কমেছে : শতাংশের হিসাবে গত মাসে আর্থিক প্রতিষ্ঠান খাতের জিএসপি ফাইন্যান্স থেকে বিদেশিদের শেয়ার কমেছে সবচেয়ে বেশি। গত এপ্রিল শেষে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল মোটের ৭ দশমিক ৭০ শতাংশ, যা মে মাসের শেষে নেমেছে ৬ দশমিক ১৩ শতাংশে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে মোটের দেড় শতাংশেরও বেশি শেয়ার কমেছে, যার বাজারমূল্য ছিল পৌনে চার কোটি টাকা। শতাংশের বিচারে বিদেশিদের শেয়ার কমায় এর পরের অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা, মালেক স্পিনিং, ব্র্যাক ব্যাংক, জিবিবি পাওয়ার, শাশা ডেনিম, আইডিএলসি ফাইন্যান্স ও ড্যাফোডিল কম্পিউটার্স।
×