ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় অস্ট্রেলীয় শিক্ষার্থী ‘আটক’

প্রকাশিত: ০৮:১৭, ২৮ জুন ২০১৯

উত্তর কোরিয়ায় অস্ট্রেলীয় শিক্ষার্থী ‘আটক’

উত্তর কোরিয়ায় এক অস্ট্রেলীয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পিয়ংইয়ংয়ের কাছ থেকে ‘জরুরী ভিত্তিতে সুনিশ্চিত তথ্য’ চেয়েছে অস্ট্রেলিয়া। কিম ইল সুং বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাহিত্য নিয়ে পড়াশোনা করতে যাওয়া এ্যালেক সিগলি এক বছর ধরে পিয়ংইয়ংয়ে বসবাস করছিলেন। ২৯ বছর বয়সী এ যুবকের সঙ্গে মঙ্গলবার থেকে তার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের যোগাযোগ নেই বলে সিগলির পরিবারের বিবৃতিতে জানা গেছে। খবর বিবিসি অনলাইনের। ‘এ্যালেক উত্তর কোরিয়ায় আটক কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার অস্ট্রেলীয় সময় সকাল থেকে তার সঙ্গে পরিবার কিংবা বন্ধুবান্ধবদের কোন যোগাযোগ হয়নি, যা তার দিক থেকে খুবই অস্বাভাবিক,’ বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা সিগলির অবস্থান জানার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তারা। কোরীয় ভাষায় দক্ষ সিগলিকে কেন আটক করা হতে পারে, সে বিষয়ে কোন ধারণা পাওয়া যায়নি। চলতি সপ্তাহের শুরুর দিকে বন্ধুরা তার নিখোঁজের খবর দেয়। পরিস্থিতিকে ‘খুবই গুরুতর’ আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
×