ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘জয় শ্রীরাম’ না বলায় চলন্ত ট্রেন থেকে শিক্ষককে ফেলে দিল দুষ্কৃতকারীরা

প্রকাশিত: ০৮:১৬, ২৮ জুন ২০১৯

‘জয় শ্রীরাম’ না বলায় চলন্ত ট্রেন থেকে শিক্ষককে ফেলে দিল দুষ্কৃতকারীরা

এবার ‘জয় শ্রীরাম’ না বলায় এক মাদ্রাসা শিক্ষককে প্রচ- মারধরের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে একদল দুষ্কৃতকারী। বৃহস্পতিবার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার শিক্ষক হাফেজ মোহাম্মদ শাহরুখের ওপর এই ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ট্রেনে হুগলি যাওয়ার পথে কয়েক লোক এসে হাফেজ শাহরুখকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বলে। এই শিক্ষক ‘জয় শ্রীরাম’ না বলায় প্রথমে তাকে বেদম মারধর করা হয়। তারপর পার্ক সার্কাসের কাছে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এ ঘটনায় চোখ ও শরীরে মারাত্মক জখম হয়েছে হাফেজ শাহরুখের। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করেন এই আক্রান্ত শিক্ষক। ঝাড়খ-ে ২২ বছরের তবরেজ আনসারি নামে এক ব্যক্তিকে ‘জয় শ্রীরাম ও জয় হনুমান’ বলতে বাধ্য করা হয় এবং ১৮ ঘণ্টা ধরে বেদম মারপিটের পর তার মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটল।-ইন্ডিয়া টুডে
×