ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্তানরা সমকামী হলেও সমর্থন করবেন প্রিন্স উইলিয়াম

প্রকাশিত: ০৮:১৫, ২৮ জুন ২০১৯

সন্তানরা সমকামী হলেও সমর্থন করবেন প্রিন্স উইলিয়াম

ব্রিটিশ যুবরাজ উইলিয়াম বলেছেন, তার সন্তানরা সমকামী হলেও তাদের ‘পূর্ণ সমর্থন’ দেবেন তিনি। তবে এও স্বীকার করেছেন, যদি তাই হয় তাহলে তাদের যে বাড়তি চাপের মুখে পড়তে হবে তা নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’। লন্ডনে সমকামী, উভকামী ও হিজড়া (এলজিবিটি) সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বুধবার প্রিন্স উলিয়াম এ কথা বলেন। খবর বিবিসি অনলাইনের। অনুষ্ঠানে উলিয়াম আরও বলেন, বাবা হওয়ার আগেই তিনি এসব নিয়ে ভেবেছেন। তার কথায়, ‘যদি আমরা এমন একটি বিশ্বে বাস করতাম যেখান এটাকে স্বাভাবিক এবং ঠিকঠাক বলে মেনে নেয়া হতো। কিন্তু বিশেষ করে আমার পরিবার এবং আমরা যে অবস্থানে রয়েছি সেখান থেকে আমি এ নিয়ে কিছুটা অস্বস্তিতে ভুগি।’ নিজের সন্তানদের ক্ষেত্রে বিষয়টি মেনে নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে উইলিয়াম বলেন, তার সন্তানরা যে সিদ্ধান্তই নিক তিনি তা সমর্থন করবেন। তবে বলেন, ‘যদিও একজন বাবা হিসেবে বিষয়টি আমাকে ভাবাবে। আপনারা তো জানেন কত ধরনের বাধার মুখে পড়তে হয়। লোকজনের গালি, নিপীড়ন এসব তো আছেই; সঙ্গে বৈষম্যের শিকারও হতে পারে। আমি আসলে এসব নিয়ে চিন্তিত। আমাদের সবার উচিত এসব ঠিক করতে চেষ্টা করা ও সাহায্য করা।
×