ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেটো দিতে পারেন ট্রাম্প

শরণার্থীদের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের সহায়তা প্যাকেজ

প্রকাশিত: ০৮:১৪, ২৮ জুন ২০১৯

শরণার্থীদের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের সহায়তা প্যাকেজ

মেক্সিকো সীমান্তে শরণার্থীদের জন্য ৪৫০ কোটি ডলারের মানবিক ত্রাণ সাহায্য অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। সীমান্তে শরণার্থীদের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুর নীতির পথ রুদ্ধ করতেই এ সাহায্য প্যাকেজ প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্র্যাটরা। সীমান্তে শিশুদের দুর্দশা, বিশেষ করে সেখানে কয়েকজন শরণার্থীর মৃত্যুর ঘটনার পর ডেমোক্র্যাটরা এ উদ্যোগ নিল। খবর বিবিসি অনলাইনের। প্রেসিডেন্টের নির্মম শরণার্থী নীতিতে বহু পরিবার বিচ্ছিন্ন হয়েছে, অনেক সম্প্রদায় আতঙ্কগ্রস্ত হয়েছে। আর এ কারণেই ডেমোক্র্যাটরা তাদের সাহায্য বিলে তহবিল ব্যয়ের বিষয়টি নিয়ে কিছু কড়া নিয়মকানুনের উল্লেখ করেছে। হাউস এপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারপার্সন নিতা এম লোয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ তহবিল কেবল মানবিক সাহায্যর জন্যই ব্যয় হতে হবে, শরণার্থীদের উচ্ছেদ করা, ধরপাকড় করা কিংবা সীমান্ত প্রাচীর নির্মাণের জন্যও ব্যয় করা যাবে না। তবে ডেমোক্র্যাটদের এ ব্যয় বরাদ্দ বিলটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে কঠিন বিরোধিতার মুখে পড়েছে। রিপাবলিকানরা প্রায় সবাই একযোগে এর বিরোধিতা করে বলেছে, এ বিলে মাত্রাতিরিক্তভাবে অভিবাসন সংস্থাগুলোর ক্ষমতার রাশ টেনে ধরা হয়েছে। আর তহবিলও পর্যাপ্ত নয়। ডেমোক্র্যাটদের এ বিলের বিপরীতে সিনেট সীমান্ত সংস্থাগুলোর তহবিল ব্যয়ের ওপর কম কড়াকড়ির একটি বিল আনার চিন্তাভাবনা করছে। মেক্সিকো সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগকারী কয়েকটি সংস্থাসহ এ প্রক্রিয়ায় জড়িত অন্যান্য সংস্থাগুলোকে বাড়তি তহবিল দেয়া নিয়ে কয়েকজন ডেমোক্র্যাট উদ্বেগ প্রকাশ করাতেই বিলে তহবিল ব্যয়ের বিষয়টিতে কড়াকড়ি করা হয়। প্রতিনিধি পরিষদে ২৩০-১৯৫ ভোটে বিলটি অনুমোদন পেয়েছে। অল্প কয়েকজন ডেমোক্র্যাট এখনও বিলটিতে সমর্থন দেননি। অপরদিকে মাত্র তিন রিপাবলিকান বিলটি সমর্থন করেছেন। বর্তমান অবস্থায় বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে গেলে এটি ভেটোর মুখেই পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প এর আগে বলেছেন, তিনি বিলটিতে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে কিছু কড়াকড়ির পদক্ষেপ পছন্দ করেননি। তবে তার অর্থের খুবই প্রয়োজন। ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে বর্তমান সঙ্কটজনক অবস্থার সুযোগ নেয়ার অভিযোগ করেছে। ২০১৮ সালের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে শরণার্থীদের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকা প্রাপ্তবয়স্ক শরণার্থীদের বিচারের পদক্ষেপ নেন তিনি। এতে ছোট ছোট শিশুরা বাবা-মা’র কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত বছর এ পরিবার বিচ্ছিন্নতা বন্ধ করতে আদালত নির্দেশ দেয়ার পরও অনেককেই সরকারী কেন্দ্রে আটক রাখা হয়। সেখানে সাংবাদিক এবং অধিকার কর্মীদেরও তেমন প্রবেশাধিকার ছিল না। মূলত মধ্য আমেরিকার দেশ, বিশেষত গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদর থেকে পালিয়ে এসে মানুষ পরিবারসহ মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছে। অতি দারিদ্র্য এবং সংঘবদ্ধ অপরাধ কর্মকা- ও সহিংসতার ঝুঁকি থেকে বাঁচতে মানুষ দলে দলে দেশান্তরী হচ্ছে।
×