ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজেপিকে উৎখাত করার প্রত্যয় মুখ্যমন্ত্রীর

মমতার জোট গড়ার আহ্বানে সাড়া দেয়নি বাম ও কংগ্রেস

প্রকাশিত: ০৮:১৩, ২৮ জুন ২০১৯

মমতার জোট গড়ার আহ্বানে সাড়া দেয়নি বাম ও কংগ্রেস

এবার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি। পশ্চিমবঙ্গেও ভাল অবস্থান নিয়েছে তারা। সেখানে ক্ষমতাসীন তৃণমূলকে বেশ চাপের মুখেই রেখেছে মোদির দল। নির্বাচনে এবার বড় ধাক্কা খাওয়ার পর বিজেপিকে রুখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম এবং কংগ্রেসের হাত ধরতে চান। বিধানসভায় বুধবার রাজ্যপালের ভাষণের পর এক বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বলেন, মান্নান ভাই (কংগ্রেসের আব্দুল মান্নান), সুজনবাবু (সিপিএমের সুজন চক্রবর্তী), আমাদের একসঙ্গে আসা দরকার। তার এমন কথার পর তারা দুজনেই অবশ্য মাথা ঝাঁকিয়ে, হাত নেড়ে ওই প্রস্তাব কার্যত খারিজ করে দেন। ইয়াহু নিউজ। হইচইয়ের মধ্যে সুজনকে বলতে শোনা যায়, নো চান্স। দিল্লীতে পরে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও একই সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন। আর বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা বলেন, জোট করুন বা না করুন, বিজেপিই জিতবে। বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা, অন্য দল ভাঙ্গানো, লোকসভা ভোটে বিপুল অর্থের অন্যায় ব্যবহার করে গণতন্ত্রকে কলুষিত করার অভিযোগের প্রেক্ষিতেই বলেন, সিপিএম আমার সঙ্গে ঝগড়া করতে পারে। কংগ্রেস আমার সঙ্গে ঝগড়া করতে পারে। কিন্তু দেশটা ওরা ভেঙ্গে তছনছ করে দেবে, তা আমি বিশ্বাস করি না। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূল নেতৃত্ব বারবার দাবি করেছে, বাম ভোট রামের ঝুলিতে যাওয়ার ফলেই এ রাজ্যে বিজেপি এমন ভাল অবস্থানে এসেছে। বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাতেও তৃণমূল বিধায়করা ‘বিজেপিকে ভোট পাচার’ করার অভিযোগ তুলে বারবার বাম বিধায়কদের খোঁচা দিয়েছেন। কিন্তু মমতা বলেন, কেরালার মানুষ বিজেপিকে ভোট না দিয়ে বাম এবং কংগ্রেসকে দিয়েছেন বলে ধন্যবাদ। আমাদের রাজ্যের বামেরাও সবাই যে বিজেপিকে ভোট দিয়েছেন, তা নয়। সিপিএম সব ভোট শিফট করেছে, আমি তা বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, তিনিও ১০০ শতাংশ ভোট অন্য কাউকে পাঠাতে পারবেন না। কারণ সব ভোটার কখনই কোন একজন নেতা বা একটি দলের কথা মেনে ভোট দেয় না। এরপরই মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেন, আপনার (বামেরা) ভোট শতাংশের হিসাব করে সেটা যন্ত্রে (ইভিএম) প্রোগ্রামিং করে দেয়নি তো? আমি কংগ্রেসকে বলেছিলাম, চলুন, এ বিষয় নিয়ে নির্বাচন কমিশনে যাই। আমরা চিঠি দিয়েছিলাম। কিন্তু তা বাতিল কাগজের ঝুড়িতে ফেলে দেয়া হয়েছে। আজ তো আপনাদের সবাইকে নিয়ে আবার যেতে পারি। এই বিশ্লেষণের পাশাপাশি বিজেপির বিধায়কদের উদ্দেশে করে মমতার হুঁশিয়ারি, বিজেপি সবে কয়েকটা আসন জিতেছে বলে ভাববেন না আমরা হনুমানের মতো লেজ গুটিয়ে পালাব। আমরা লেজ গুটিয়ে পালানোর লোক নই। চ্যালেঞ্জ করছি, বিজেপিকে উৎখাত করবই।
×