ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে চাঁদা আদায় নিয়ে বন্দুকযুদ্ধ ॥ নিখোঁজ এক

প্রকাশিত: ০৭:৫৯, ২৮ জুন ২০১৯

রাঙ্গামাটিতে চাঁদা আদায় নিয়ে বন্দুকযুদ্ধ ॥  নিখোঁজ এক

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৭ জুন ॥ মালবাহী ২টি ইঞ্জিন বোট থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে জেএসএস ও লারমা গ্রুপের মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় প্রচ- বন্দুকযুদ্ধ হয়েছে। এতে কোকো চাকমা (২৬) নামে লারমা গ্রুপের এক নেতা গুলিবিদ্ধ হয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হয়েছ্ ে। জেলার বরকল উপজেলার সুভলং বাজারের কাচালং মুখ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়ে গুলি থেকে বাঁচার জন্য রমজান আলী নামে অপর এক বোট চালক পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায় । জানা গেছে জলপথে রাঙ্গামাটির প্রবেশদ্বার হিসেবে খ্যাত সুভলং দীর্ঘদিন ধরে জেএসএস ও জেএসএস (লারমা) গ্রুপের ক্যাডাররা প্রতিটি নৌযান থেকে চাঁদা আদায় করে আসছে। ওই দিন সকালে ইট ও কংক্রিট বোঝাই ২টি বোট থেকে চাঁদা আদায়ের জন্য লারমা গ্রুপ থামাতে বললে বোট ২টি না থেমে চলে যায় । পরে লারমা গ্রুপ একটি স্পীডবোট নিয়ে বোটের গতিরোধ করে। এ ঘটনা দেখে পাশে আমবাগান এলাকা থেকে জেএসএস গ্রুপ প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়ের মধ্যে প্রচ- বন্দুকযুদ্ধ শুরু হয় । এতে লারমা গ্রুপের নেতা কোকো নিখোঁজ হয়েছে।
×