ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কতিপয় দুষ্ট লোকের কারণে দুর্নীতি হচ্ছে ॥ দুদক কমিশনার

প্রকাশিত: ০৪:১১, ২৭ জুন ২০১৯

  কতিপয় দুষ্ট লোকের কারণে দুর্নীতি হচ্ছে ॥ দুদক কমিশনার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ ভালো কথা বলার মানুষের অভাব নেই কিন্তু ভালো কাজ করার মানুষের অভাব আছে। কতিপয় দুষ্ট লোকের কারণে দুর্নীতি হচ্ছে। যারা দুর্নীতি করে তারা মনে করে কেউ তাদের দেখে না কিন্তু অল্প দিনের মধ্যেই তাদের কর্মকান্ড মানুষ জেনে ফেলে। বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের সহযোগীতায় দুদকের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার দুদকের গণশুনানী অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও দূর্নীতি প্রতিরোধ করা। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দূর্নীতি প্রতিরোধে দুদক কাজ করে যাচ্ছে। গণ শুনানীর উদ্বোধনী অনুষ্ঠানে আমতলী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক খায়রুল বাশার বুলবুলের সঞ্চালনায় বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদুক পরিচালক মোঃ নাসিম আনোয়ার, দুদক পরিচালক (বরিশাল বিভাগ) জুলফিকর আলী, আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ জিএম দেলওয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হোসাইন, সহকারী কমিশনার (ভুমি) কমলেশ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি প্রমুখ। বরগুনা জেলা প্রশাসকের সঞ্চালনায় গণ শুনানীতে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন দফতর ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আনিত ৪০টি অভিযোগের নিষ্পত্তি করেন। এ গণশুনানীতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
×