ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত

প্রকাশিত: ০৩:৪৫, ২৭ জুন ২০১৯

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেটে ওল্ড ট্রাফোর্ডে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই দুই দলের মুখোমুখিতে ভারত জিতলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মোটামুটি ভাবে নিশ্চত হবে শেষ চারের আসন। তবে শেষ চার নিশ্চিত করতে তাদের জিততে হবে আরো অন্তত একটি ম্যাচ। আর ওয়েস্ট ইন্ডিজ হারলে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই নিশ্চিত হবে বিদায়। জিতলে টিকে থাকবে আশা, তবে সেটিও অনেক যদি-কিন্তুর ব্যাপার। বিরাটের ব্যাটে এই ম্যাচে ৩৭ রান হলে ভেঙে যাবে শচীন টেন্ডুলকারের দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, শেল্ডন কোটরেল, ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), কেমার রোচ, ওশানে টমাস, সুনীল অ্যামব্রিস, ফ্যাবিয়েন অ্যালেন, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার। ভারতের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া।
×