ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুয়ালালামপুর বিমানবন্দরে ধরা পড়ল ৫ হাজার কচ্ছপ

প্রকাশিত: ২৩:৩৩, ২৭ জুন ২০১৯

কুয়ালালামপুর বিমানবন্দরে ধরা পড়ল ৫ হাজার কচ্ছপ

অনলাইন ডেস্ক ॥ মাদকদ্রব্য ও ৫ হাজার ২৫৫টি কচ্ছপসহ চার ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। সম্প্রতি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা জুলকারনাইন মোহাম্মদ ইউসুফ বলেন, দুজন ভারতীয় নাগরিকের ব্যাগে থাকা ঝুড়ির ভেতর থেকে লাল কানের কচ্ছপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। ওই দুজন গত ২০ জুন চীনের গোয়াংগজু থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ায় আসে। তাদেরকে ৫ বছরের জেল ও জরিমানা করা হয়েছে। বিশ্বে লাল কানের কচ্ছপের চাহিদা অনেক বেশি। এগুলো সাধারণত পোষা ও মাংসের জন্য সরবরাহ করা হয়। তবে এ প্রজাতির বাচ্চা কচ্ছপ সরবরাহের অনুমতি নেই। জুলকারনাইন আরও বলেন, বিমানবন্দরে দুই ভারতীয়র কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৪ কেজি মেথামফেটামিন নামের এক প্রজাতির মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন হায়দারাবাদ থেকে গত ১৯ জুন পালিয়ে এসেছে এবং আরেকজন ২০ জুন বেঙ্গালুরু থেকে এসেছে। তাদের দুজনের মৃত্যুদণ্ড হতে পরে বলে জানান এই কর্মকর্তা।
×