ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিয়ের জন্য শর্ত

প্রকাশিত: ১০:৪৮, ২৭ জুন ২০১৯

 বিয়ের জন্য শর্ত

সৌদি আরবে বিয়ের চুক্তিপত্রে মেয়েরা ইদানীং নতুন একটি শর্ত যোগ করছেন তা হলো, বিয়ের পর তাদের গাড়ি চালাতে দিতে হবে। শুধু তাই নয়, নারীরা আরও অনেক রকম শর্তই জুড়ে দিচ্ছেন বিয়ের চুক্তিতে। কারও শর্ত তাকে বিয়ের পর চাকরি করতে দিতে হবে, কারও শর্ত বিয়ের পর স্বামীকে ধূমপান ছেড়ে দিতে হবে, কারও শর্ত স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। স্ত্রীর উপার্জনে হাত দিতে পারবেন না, প্রথম বছরে বাচ্চা নিতে পারবেন না এমন শর্তও দিচ্ছেন দেশটির অনেক নারী। বিয়ের সময়ই চুক্তিতে নারীদের এই ধরনের শর্ত যোগ করার বিষয়টি সৌদি সমাজ পরিবর্তনের চিত্রই উপস্থাপন করছে। রক্ষণশীল সমাজে পুরুষের আধিপত্যই শেষ কথা। দেশটিতে নারীদের পড়াশোনা, বিয়ে করা, এমনকি কারাভোগ শেষে কারাত্যাগের বিষয়েও পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়। -এএফপি
×