ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাঠ্যপুস্তকে জাহানারা ইমামের সংগ্রামের ইতিহাস তুলে ধরার দাবি

প্রকাশিত: ০৯:৪১, ২৭ জুন ২০১৯

 পাঠ্যপুস্তকে জাহানারা ইমামের সংগ্রামের ইতিহাস তুলে ধরার দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শহীদজননী জাহানারা ইমামের স্মৃতি ধরে রাখতে হলে পাঠ্যপুস্তকে তার (জাহানারা ইমামের) সংগ্রামের ইতিহাস তুলে ধরতে হবে। শহীদজননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে খুলনার বিএমএ মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এ দাবি জানান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, খুলনা এ সভার আয়োজন করে। সভায় বক্তারা ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৭৫ সালের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার বিকল্প নেই বলেও উল্লেখ করেন। সংগঠনের সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটি সম্পাদকম-লী সদস্য মফিদুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শাহিন জামান, সাবেক ছাত্রলীগ ফোরামের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, এস এম সোহরাব হোসেন, কনসেন্সের নির্বাহী পরিচালক সেলিম বুলবুল প্রমুখ। সভায় বক্তারা বলেন, শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে ২৮ বছর আগে ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের যে নাগরিক আন্দোলন সূচিত হয়েছিল বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আজ তা বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত।
×