ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গান্ধী আশ্রমের ঝর্ণা চৌধুরী আইসিইউতে

প্রকাশিত: ০৯:৪১, ২৭ জুন ২০১৯

 গান্ধী আশ্রমের ঝর্ণা চৌধুরী আইসিইউতে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরীকে (৮০) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে আইসিইউতে নেয়া হয়েছে। গান্ধী আশ্রম ট্রাস্টের সদস্যরা জানান, গত ২ জুন তিনি ভোরে নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ গ্রামের গান্ধী আশ্রম ট্রাস্টে স্ট্রোক করেন। আর ওইদিন সকালেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এতদিন স্কয়ার হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ঝর্ণাধারা চৌধুরী ২০১৩ সালে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হন।
×