ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইএস ইয়েমেন শাখার নেতা আটক

প্রকাশিত: ০৯:২৮, ২৭ জুন ২০১৯

 আইএস ইয়েমেন  শাখার নেতা  আটক

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীগোষ্ঠীর ইয়েমেন শাখার নেতাকে আটক করা হয়েছে বলে দাবি সৌদি আরবের স্পেশাল ফোর্সেসের। মঙ্গলবার ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে। এসপিএ। জোটের এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি ও ইয়েমেনী বাহিনীগুলো ৩ জুন একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়েমেন আইএসের নেতা আবু ওসামা আলমুহাজের এবং গোষ্ঠীটির প্রধান অর্থ কর্মকর্তাসহ অন্য কয়েকজন সদস্যকে আটক করেছে। ১০ মিনিট স্থায়ী ওই অভিযানে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও টেলিযোগাযোগ ডিভাইসও জব্দ করা হয় বলেও বিবৃতিতে বলা হয়েছে। ওই বাড়িতে বেসামরিক তিন নারী ও তিন শিশু থাকলেও তারা কেউ আঘাত পাননি বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অভিযানকে ইয়েমেন আইএসের জন্য বড় ধরনের বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে।’ যুক্তরাষ্ট্র অভিযানটিতে প্রয়োজনীয় সমর্থন জুগিয়েছে, পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
×