ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিত্রনায়িকা বুবলী আহত

প্রকাশিত: ০৯:২৫, ২৭ জুন ২০১৯

 চিত্রনায়িকা বুবলী আহত

স্টাফ রিপোর্টার ॥ ঈদের পর পরই নতুন ছবির শূটিং শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের বিপরীতে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে কাজ করছেন তিনি। এই ছবির শূটিং চলছিল রাজধানীর ইমপালস হাসপাতালে। সেখানে গুরুতর আহত হন নায়িকা বুবলী। তিনি বলেন, মঙ্গলবার রাজধানীর ইমপালস হাসপাতালে দুপুর থেকে চলছিল ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শূটিং। সেখানে আমার মাথায় আঘাত লাগে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমপালস হাসপাতালের জরুরী বিভাগের গেটে এ ঘটনা ঘটে। দৃশ্যটি ছিল, হাসপাতালের জরুরী বিভাগে অসুস্থ বুবলীকে কাঁধে করে নিয়ে আসবেন শাকিব খান। এ দৃশ্য করতে গিয়ে শাকিব খানের কাঁধ থেকে গাসে দরজা ঠেলে ভেতরে আসার সময় বুবলী মাথার বাঁ পাশে আঘাত পান। এরপর ব্লিডিং হলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেন। আপাতত শূটিং বন্ধ রাখা হয়েছে। বুবলীর আঘাতের সময় শূটিং সেটে ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু, অভিনেত্রী সাবেরি আলম, নাজিবা বাশার প্রমুখ। ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি প্রযোজনা করছেন দেশ মাল্টিমিডিয়া। এর সার্বিক তত্ত্বাবধানে আছেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এবার ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত মালেক আফসারী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও ইমন। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাকিব খান। মোহাম্মদ ইকবালের পাশাপাশি এতে প্রযোজক হিসেবে আছেন শাকিব নিজে। এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, মিশা, ডনসহ আরও অনেকে। মূলত অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের এ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়েই এ ছবির গল্প। ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুঁজতে থাকেন ডন। শক্রপক্ষ জানতে চায় একটি ব্যাংক এ্যাকাউন্টের পাসওয়ার্ড। যা ঘটনাক্রমে চলে আসে নায়ক-নায়িকার কাছে। এ নিয়েই তুলকালাম কাণ্ড। পুরো একটি দিন চলে হামলা-পাল্টা হামলা। শেষ মুহূর্তে পাসওয়ার্ডটা বলে দেন নায়ক। কিন্তু ক্যাশ করতে পারেন না ভিলেন! কারণ, ততক্ষণে তিনি মৃত্যুর দরজায়। এর গানে কণ্ঠ দিয়েছেন অশোক সিং। গানটি লিখেছেন ও মিউজিক করেছেন লিঙ্কন। জনাযায়, শাকিব খান ও বুবলীর নতুন এই গানটি তুরস্কের মনোরম লোকেশনে দৃশ্যধারণ হয়েছে। এটি বুবলীর ক্যারিয়ারের আট নম্বর ছবি।
×