ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতারণার শিকার যশোরের ক্ষুদ্র নারী উদ্যোক্তা

প্রকাশিত: ০৯:০২, ২৭ জুন ২০১৯

  প্রতারণার শিকার  যশোরের  ক্ষুদ্র নারী  উদ্যোক্তা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এক্সিলেন্ট ওয়াল্ড ফুড এ্যান্ড কসমেটিক্স লিমিটেডের প্রতারণায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যশোরে সুলতানা পারভীন নামে এক ক্ষুদ্র উদ্যোক্তা। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে সুলতানা পারভীন বলেন, ২০১৮ সালে এক্সিলেন্ট ওয়াল্ড এগ্রো ফুড এ্যান্ড কসমেটিক্স লিমিটেডের এমডি জিএম রাসেলের সঙ্গে পরিচয় হয়। সেই সূত্রধরে তিনি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ব্যবসা সুযোগ দেন। সেই সুযোগ নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রথম দফায় ২৫ মার্চ ৫০ হাজার টাকা দেন। পরদিন পণ্য পাঠানোর কথা থাকলেও ১২দিন পর ওই পণ্য পাঠানো হয়। শর্তানুযায়ী এক্সিলেন্ট ওয়াল্ড ফুড এ্যান্ড কসমেটিক্স লিমিটেড পণ্য বাজারজাত করার দায়িত্ব থাকলেও তা না করে আরও সুযোগ সুবিধার কথা বলে এমডি জিএম রাসেল ২৯ আগস্ট ৩ লাখ টাকা নেন। এরপর থেকে এমডি ফোন রিসিভ না করায় গত ৯ সেপ্টেম্বর কোম্পানিকে একটি দরখাস্ত দেয়া হয়। দরখাস্ত দেয়ায় ক্ষিপ্ত হয়ে এমডি জিএম রাসেল তার সঙ্গে খারাপ আচারণ করেন। এ ঘটনার পর ১১ সেপ্টেম্বর তিনি কোম্পানির ঢাকা অফিসে যান এবং সমুদয় টাকা ফেরতের দাবি করেন। সমুদয় টাকা ফেরতের অঙ্গীকার করলেও ১৯ তারিখে মাত্র ৪০ হাজার টাকা দেয়। পরে কিছু পণ্য পাঠালেও তা বেশিরভাগ মেয়াদোত্তীর্ণ। ব্যাংক থেকে লোন নেয়ায় তারা বারবার চাপ দেয়ায় তিনি কোম্পানিকে এবং ভোক্তা অধিকারে দরখাস্ত করেন। এরপর গত ১৩ মে ঢাকার একটি হোটেলে পুলিশের উপস্থিতিতে কোম্পানির এমডি জিএম রাসেল তাকে ২ লাখ ১৪ হাজার ৬২৬ টাকা দেন। এরপর থেকে তারা আর কোন টাকা দেয়নি। এখন তারা ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন, তার প্রায় ৪ লাখ ৭৮ হাজার ৬০০ দিলেও কোম্পানি এ পর্যন্ত ২ লাখ ৫৪ হাজার ৬২৬ টাকা দিয়েছে।
×