ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পোর্ট কানেক্টিং রোডের কার্পেটিং কাজ শুরু

প্রকাশিত: ০৯:০১, ২৭ জুন ২০১৯

  পোর্ট কানেক্টিং রোডের কার্পেটিং কাজ শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে গুরুত্বপূর্ণ পোর্ট কানেক্টিং রোডের কার্পেটিংয়ের কাজ বুধবার দুপুরে উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। দ্রুত কার্পেটিং শেষ করে তা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। জানা গেছে, ৪৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নয়াবাজার মাজার এলাকা থেকে আনন্দিপুর গেট পর্যন্ত কার্পেটিং বাস্তবায়ন করা হবে। জাপানের সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে সিটি গবর্নেস প্রজেক্টের আওতায় এই সড়কের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন পোর্ট কানেক্টিং রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিমতলা থেকে এ সড়ক হয়ে পণ্য বা কন্টেনারবাহী পরিবহন ঢাকাসহ সারাদেশে পরিবাহিত হয়। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় ছিল।
×