ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাবাগানে বইয়ের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশিত: ১১:১১, ২৬ জুন ২০১৯

কলাবাগানে বইয়ের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রত্যয়ে মাঠে নেমেছেন আলোচিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। মঙ্গলবার তার অভিযান ছিল রাজধানীর কলাবাগান এলাকায় নকল বইয়ের বাজারে। ঈদের পর এটাই তার প্রথম অভিযান। তার কাছে অভিযোগ ছিল- কলাবাগান এলাকার বিভিন্ন বইয়ের দোকানে বিদেশী বই পাইরেসির মাধ্যমে বেশি দামে বিক্রি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আসল বইয়ের চেয়ে নকল বই বেশি দামে বিক্রি করছে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন- ভোক্তা অধিকার নিশ্চিত করতে অধিদফতরের কর্মকর্তা হিসেবে দায়বদ্ধ। আমরা রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। আজকে বইয়ের বাজারে অভিযান চালিয়েছি। আগামীতে গণপরিবহনে যাত্রী হয়রানি, শিক্ষাপ্রতিষ্ঠান, খাদ্যপণ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অভিযান চালানো হবে।
×