ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড ও ব্রুনেইর তাৎপর্যপূর্ণ ভূমিকা চান রাষ্ট্রপতি

প্রকাশিত: ১১:০৯, ২৬ জুন ২০১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড ও ব্রুনেইর তাৎপর্যপূর্ণ ভূমিকা চান রাষ্ট্রপতি

বিডিনিউজ ॥ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে থাইল্যান্ড ও ব্রুনেই দারুসসালামের তাৎপর্যপূর্ণ ভূমিকা আশা করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এই দুই দেশের নতুন দূত মঙ্গলবার বঙ্গভবনে নিজেদের পরিচয় দিতে গেলে রাষ্ট্রপতি এ আশাবাদ প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি বলেছেন, থাইল্যান্ড, ব্রুনেই দারুসসালাম এবং মিয়ানমার আসিয়ানের সদস্য। রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্রুনেই দারুসসালাম ও থাইল্যান্ড তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ এর আগে থাইল্যান্ডের দূত আরানরাং পোথং হামফ্রেস এবং ব্রুনেই দারুসসালামের হাইকমিশনার হারিস বিন ওসমান তাদের পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে দেন। থাই দূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে।
×