ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে শিক্ষামন্ত্রী

১১ বছরে ৩৩৯ কলেজ সরকারী হয়েছে

প্রকাশিত: ১১:০৫, ২৬ জুন ২০১৯

১১ বছরে ৩৩৯ কলেজ সরকারী হয়েছে

সংসদ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০০৯ থেকে এ পর্যন্ত প্রায় ১১ বছরে ৩৩৯টি কলেজ সরকারীকরণ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, সরকারী স্কুল-কলেজবিহীন উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনার আলোকে একটি করে স্কুল এবং একটি করে কলেজ সরকারীকরণের আওতায় ইতোমধ্যে ২৯৯টি কলেজ সরকারীকরণ করা হয়েছে। এছাড়া সরকারের ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত আরও ৪০টি কলেজ সরকারীকরণ করা হয়েছে। গণফোরামের মোকাব্বির খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ১শ’টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন শীর্ষক প্রকল্পের মেয়াদ আরও ৩ বছর বাড়ানো হয়েছে। এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে। নীতিমালা অনুযায়ী ফ্ল্যাট বরাদ্দ ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি সংসদকে জানিয়েছেন, যেসব সংসদ সদস্যের ঢাকায় প্লট বা ফ্ল্যাট নেই তারা আবেদন করলে উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পে নীতিমালা অনুযায়ী তাদের নামে ফ্ল্যাট বরাদ্দ করা হবে। সংরক্ষিত মহিলা আসনের বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী আরও জানান, রাজউকের আওতাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টরে উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে ১৬৫৪ বর্গফুট আয়তনের কিছুসংখ্যক ফ্ল্যাট বর্তমানে অবরাদ্দকৃত অবস্থায় রয়েছে। মাননীয় সংসদ সদস্য ক্যাটাগরিতে সকল সঠিক আবেদনকারীগণের অনুকূলে ফ্ল্যাট বরাদ্দ করা হবে।
×