ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম ॥ রূপায়ণের এমডিসহ ২৩ জন অভিযুক্ত

প্রকাশিত: ১১:০২, ২৬ জুন ২০১৯

এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম ॥ রূপায়ণের এমডিসহ ২৩ জন অভিযুক্ত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীর এফ আর টাওয়ার (ফারুক-রূপায়ণ টাওয়ার) নির্মাণে দুর্নীতির অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে তদন্তের প্রয়োজনে আসামিদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছে দুদক। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করা হয়। মামলা নম্বর ২ ও ৩। দুদকের উপপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক বাদী হয়ে এসব মামলা দায়ের করে। মামলায় রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ ২৩ জনকে মামলার আসামি করা হয়েছে। মামলায় দুদকের পক্ষ থেকে বলা হয়, এফ আর টাওয়ারের ১৫ থেকে ২৩তলা পর্যন্ত অনিয়মের মাধ্যমে তৈরি করা হয়েছে। শুরুতে ১৫তলা ভবনের নক্সা অনুমোদনেও নীতিমালা মানা হয়নি। ভবনটির দুটি নক্সা হাতে পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। একটি নক্সায় ১৮তলা ও অন্যটিতে ২৩তলা দেখানো হয়েছে। একটি মামলায় পাঁচ জনকে এবং আরেকটিতে ২০ জনকে আসামি করা হয়েছে। ডেভেলপার কোম্পানির মালিক মুকুল ও জমির মালিক ফারুককে দুটি মামলাতেই আসামি করা হয়।
×