ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ড্যাশ-৮ বিমানে যান্ত্রিক ত্রুটি॥ সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট বাতিল

প্রকাশিত: ১১:০২, ২৬ জুন ২০১৯

ড্যাশ-৮ বিমানে যান্ত্রিক ত্রুটি॥ সৈয়দপুর-ঢাকা  রুটে ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার ও সংবাদদাতা নীলফামারী ও সৈয়দপুর থেকে ॥ সৈয়দপুর-ঢাকা রুটে চলাচলকারী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ একটি বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিমানের যাত্রীরা। মঙ্গলবার সকালে ঢাকা হতে ফ্লাইটটি উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সৈয়দপুরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফিরতি ঢাকা পথে ফ্লাইটটি বাতিল করা হয়। জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ফ্লাইট সকালে সৈয়দপুরে বিমানবন্দরে পৌঁছায়। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু যাত্রী জানান, সৈয়দপুরে অবতরণের সময় বিমান হতে অন্য রকম শব্দ হচ্ছিল। ওই শব্দ নিয়ে পাইলট সৈয়দপুরে অবতরণ করে। বিমান থেকে নামার পর সৈয়দপুর বিমানবন্দর টার্মিনালে লাগেজ নেয়ার সময় ঘোষণা শুনতে পাই সকাল ৮টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে ঢাকা ফেরার কথা ছিল বিমানের ওই ফ্লাইটটির। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়। ফলে ফিরতি ঢাকা পথে উড্ডয়ন করতে পারেনি বিমানটি।
×