ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কান’স লায়ন জয় করল ‘প্রজেক্ট এ্যাগ্রো ব্যাংকিং’

প্রকাশিত: ০৯:৩১, ২৬ জুন ২০১৯

কান’স লায়ন জয় করল ‘প্রজেক্ট এ্যাগ্রো ব্যাংকিং’

দেশের প্রান্তিক কৃষকদের মন জয় করার পাশাপাশি এবার কান’স লায়নও জয় করেছে ‘প্রজেক্ট এ্যাগ্রো ব্যাংকিং’। বিজ্ঞাপনী জগতের অস্কার হিসেবে পরিচিত এই ‘কান’স লায়ন’-এ এই প্রজেক্ট পেয়েছে তিনটি পদক। এছাড়াও শর্ট লিস্টেড হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। দরিদ্র কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য প্রদান করে তাদের ক্ষুদ্র আয়কে দেশের মূল ধারার অর্থনীতিতে যুক্ত করার প্রত্যয় নিয়ে সুপারশপ স্বপ্ন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যৌথভাবে চালু করেছিল এই প্রজেক্ট। এর মাধ্যমে দেশের প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত সবজি স্বপ্নের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করে ইউক্যাশে এ্যাকাউন্ট খুলতে পারবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে প্রজেক্টটির সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন ইউসিবি’র ম্যানেজিং ডিরেক্টর শওকত জামিল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইউক্যাশ হেড এটিএম তাহমিদুজ্জামান এবং ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাভেদ ইকবাল। -বিজ্ঞপ্তি
×