ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে সুপার ইমার্জেন্সি চলছে॥ মমতা

প্রকাশিত: ০৯:১৯, ২৬ জুন ২০১৯

ভারতে সুপার ইমার্জেন্সি চলছে॥ মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীকে ফের আক্রমণ করেছেন। নরেন্দ্র মোদির উদ্দেশে মমতা বলেছেন, মোদির প্রথম পাঁচ বছরের মেয়াদ ছিল ‘সুপার ইমার্জেন্সি’-এর একটা পর্ব। ২৫ জুন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতজুড়ে ‘জরুরী অবস্থা’ ঘোষণা করেছিলেন। -খবর এনডিটিভি অনলাইনের। ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের ২১ মাস সময় ছিল এই জরুরী অবস্থার অন্তর্গত। সেই ‘জরুরী অবস্থা’র ৪৪ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার একটি টুইট করেন মমতা। তিনি লেখেন, ‘আজ ১৯৭৫ সালে ঘোষিত জরুরী অবস্থার বর্ষপূর্তি। গত পাঁচ বছর ধরে দেশ চলেছে ‘সুপার এমার্জেন্সি’র মধ্যে দিয়ে। ইতিহাস থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেয়া উচিত এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষার জন্য লড়াই করতে হবে। বিজেপির প্রতি চরম ক্ষুব্ধ মমতা সম্প্রতি প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে যাননি। তার আগে লোকসভায় মোদির প্রত্যাবর্তনের পরে শপথগ্রহণের অনুষ্ঠানেও অনুপস্থিত থাকেন তিনি। জরুরী অবস্থা নিয়ে বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদিও। মোদি জানিয়েছেন, দেশ সেলুট করে তাঁদের যাঁরা ‘প্রচ- ও নির্ভীক’ ভাবে জরুরী অবস্থার বিরুদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
×