ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জীবনের বড় ভুল স্বীকার করলেন বিল গেটস

প্রকাশিত: ০৯:১৮, ২৬ জুন ২০১৯

জীবনের বড় ভুল স্বীকার করলেন বিল গেটস

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা উইলিয়াম বিল গেটস তার জীবনের সবচেয়ে বড় ভুল স্বীকার করেছেন। সম্প্রতি এক সাক্ষাতাকারে তিনি বলেছেন, এ্যাপল ছাড়া অন্য সব মোবাইলের প্লাটফর্ম হিসেবে এ্যান্ড্রয়েডকে বাড়তে দেয়াই তার ‘জীবনের সবচেয়ে বড় ভুল।’ ৬৩ বছরের এই ধনকুবের জানিয়েছেন এখনও একটি শক্তিশালী কোম্পানি মাইক্রোসফট। তিনি বলেন, সঠিক সময়ে এ্যান্ড্রয়েডকে প্রতিযোগিতায় ফেলতে পারলে আজ মাইক্রোসফট বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি না হয়ে একমাত্র টেক কোম্পানি হতে পারত। বিল গেটস বলেন, সফটওয়্যার জগতে, বিজেতা সম্পূর্ণ বাজারের দখল নেয়। আজ এ্যান্ড্রয়েড যেখানে আছে মাইক্রোসফটের সেখানে পৌঁছাতে না পারা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এ্যান্ড্রয়েডকে এখন স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম। এ্যাপলের ফোন ছাড়া সব স্মার্টফোনে এ্যান্ড্রয়েড থাকে। তাই এখানে মাইক্রোসফটের থাকা উচিত ছিল। বিল গেটস আরও বলেন, এ্যাপল মোবাইল প্লাটফর্ম ছাড়া এই মুহূর্তে একটাই প্লাটফর্ম রয়েছে- সেটা এ্যান্ড্রয়েড। আর এখন সেই এ্যান্ড্রয়েড প্লাটফর্মের মূল্য চার শ’ বিলিয়ন মার্কিন ডলার। আমরা যদি সফলভাবে মাইক্রোসফটকে চালাতে পারতাম তাহলে আমরা একমাত্র কোম্পানির তকমা পেতাম। -এনডিটিভি
×