ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে দাবদাহ-তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে

প্রকাশিত: ০৯:১৭, ২৬ জুন ২০১৯

ফ্রান্সে দাবদাহ-তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে

ফ্রান্সজুড়ে তীব্র দাবদাহে এ সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এমন হলে জুন মাসে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাবে। বিবিসি জানায়, সোমবার ফ্রান্সে তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি হওয়ার আভাস দেয়া হয়েছে। সপ্তাহের বাকি দিনগুলোতে তা বাড়বে এবং বৃহস্পতিবার বা শুক্রবার নাগাদ তা ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। প্রচ- গরমে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে জীবনযাপন রীতিমতো অসহনীয় হয়ে উঠেছে। রাজধানী প্যারিসেও অসহনীয় তাপমাত্রায় নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপপ্রবাহের সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে প্যারিসে ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ৪৭ ডিগ্রীর মতো অনুভূত হবে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। এ পরিস্থিতিতে জনজীবনে স্বস্তির জন্য নানা স্থানে অস্থায়ী ঝর্ণা বসানো হয়েছে। এছাড়া তাপ আরও বাড়লে সরকারী পুলগুলো জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। পথচারীদের জন্য পানি বিতরণ এবং শিশু ও বয়স্কদের মতো ঝুঁকিপূর্ণ ব্যক্তির জন্য বিশেষ স্বাস্থ্য সেবার পরিকল্পনা করা হয়েছে। ফ্রান্স ছাড়াও জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি ও বেলজিয়ামে আগামী কয়েকদিনে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যাওয়ার আভাস দেয়া হয়েছে। তবে ফ্রান্সে দাবদাহ পরিস্থিতি সবচেয়ে নাজুক থাকবে। ৎসাত অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ॥ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এক নারী ও তিন শিশুসহ সাত অভিবাসন প্রত্যাশীর লাশ পাওয়া গেছে বলে টেক্সাসের কর্তৃপক্ষগুলো জানিয়েছে। তীব্র গরমে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। রবিবার দক্ষিণ টেক্সাসের রিও গ্রান্ডে এলাকার এক সীমান্ত চৌকির কাছে এক নারী ও তিন শিশুর লাশ পাওয়া যায়। কয়েক দিন আগে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন। ম্যাক্যালেনের ২৯ কিলোমিটার পূর্বের একটি এলাকায় তারা তীব্র গরমে ও ডায়রিয়ায় ভুগে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর পশ্চিমে ডেল রিও এলাকার মার্কিন বর্ডার প্যাট্রল এজেন্টরা অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে ১৯ ও ২০ জুন কারিজো স্প্রিংসের কাছে পশু খামার এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেন, তাদের হারিয়ে যাওয়া অভিবাসন প্রত্যাশী মনে করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। ২০ জুন নরমান্ডির কাছে রিওগ্রান্ডে নদীর পাড়ে আরেক ব্যক্তির গলিত লাশ পাওয়া যায়। Ñবিবিসি ও ওয়েবসাইট
×