ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাবিতে ১৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৯:০৮, ২৬ জুন ২০১৯

শাবিতে ১৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ অর্থবছরে ১৩৯ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। ঘোষিত বাজেট গবেষণা খাতে গত বছর থেকে ৩৮ শতাংশ বাড়িয়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বেতন-ভাতা ও পেনশন খাতে ৮৬ কোটি ৪৮ লাখ বরাদ্দ দেয়া হয়েছে (মোট বাজেটের ৬১.৮৯ শতাংশ), যা গত অর্থবছরে ছিল ৯৩ কোটি ৫ লাখ টাকা। পণ্য ও সেবা বাবদ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৩০ কোটি ৭৮ লাখ টাকা, তার মধ্যে ৪০০ শতাংশ বৃদ্ধিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ খাতে ৪ কোটি টাকা, সেমিনার কনফারেন্সে ৬৭ শতাংশ বৃদ্ধিতে ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাজেট ঘোষণার পর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এ বাজেটে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়টি প্রাধান্য দেয়ার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দের পরিমাণ আরও বৃদ্ধির চেষ্টা করছি। চুয়াডাঙ্গা পৌরসভা নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, চুয়াডাঙ্গার পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় ৫৮ কোটি ৪৯ লাখ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৮৭ লাখ ৭৮ হাজার ৯০০ টাকা। বাজেট ঘোষণা করেন চুয়াডাঙ্গা পৌরসভার হিসাবরক্ষক আবু বকর বিশ্বাস। উন্নয়ন খাতে ৪৫ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ১৮০ টাকা ও রাজস্ব খাতে ১২ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৯০০ টাকা উপস্থাপন এবং উন্নয়ন খাতে ৪৫ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ১৮০ টাকা ও রাজস্ব খাতে ১২ কোটি ২৩ লাখ ১৩ হাজার ৭২০ টাকা উপস্থাপন করা হয়। চুয়াডাঙ্গা পৌর মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, প্রধান সহকারী আশাবুল হক, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস.এম. ইস্র্রাফিল, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মুন্সী রেজাউল করিম খোকন, নাজরীন পারভীন মলি, জাহাঙ্গীর আলম মালিক, গোলাম মোস্তফা সেখ মাস্তার, রাসেদুল হাসান মানু, আবুল হোসেন, সিরাজুল ইসলাম মনি, সুশীল সমাজের সদস্য, ব্যবসায়িক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।
×