ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৯:০৬, ২৬ জুন ২০১৯

টু   ক  রো  খ   ব   র

গফরগাঁওয়ে বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নিজেস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৫ জুন ॥ গফরগাঁওয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ডিশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে উপজেলার চাকুয়া গ্রামে। জানা যায়, উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের ডিশ ব্যবসায়ী মফিজুল মিয়া (৪০) নতুন ডিশের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। পরে তার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পাশর্^বর্তী শ্রীপুর উপজেলার বরমী এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। শেরপুরে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, শ্রীবরদীতে বৈদ্যুতিক গেজেট তৈরি করতে গিয়ে প্রাণ হারিয়েছে রাজভী বিল্লাহ অর্ণব (১৪) নামে এক স্কুলছাত্র। সোমবার রাতে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। অর্ণব স্থানীয় ব্যবসায়ী আমিন জুবায়েদ ও স্কুলশিক্ষিকা রোজী জুবায়েদ দম্পতির বড় ছেলে এবং শ্রীবরদী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, সোমবার সন্ধ্যায় শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় বসতঘরের বারান্দায় বসে রাজভী বিল্লাহ অর্ণব বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়ে কাজ করা অবস্থায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে পেছনে বারান্দার পিলারে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। সঙ্গে সঙ্গে পরিবার ও আশপাশের লোকজন ছুটে যায় তাকে উদ্ধারে। পরে তাকে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধর্ষণের পর হাত-পা বেঁধে নদীতে ফেলার চেষ্টা সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৫ জুন ॥ উপজেলায় চার যুবকের বিরুদ্ধে এক তরুণীকে গণধর্ষণের পর অপরাধ ঢাকার জন্য ধর্ষিতাকে (২২) নদীতে ফেলে দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ বাজার থেকে ধর্ষিতাকে উদ্ধার করেছে নান্দাইল থানা পুলিশ। জানা গেছে, সোমবার গভীর রাতে যখন তরুণীকে হাত-পা বেঁধে নদীতে ফেলা হচ্ছিল তখন সে চিৎকার করে উঠেন। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে সেখান থেকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারের কাছে বাচ্চু মিয়ার ক্লাব ঘরে আশ্রয়ের ব্যবস্থা করে দেন। পুলিশ সেখান থেকেই মেয়েটিকে উদ্ধার করে। গণধর্ষণের শিকার মেয়েটির বাড়ি নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের একটি গ্রামে। তার বাবা দিনমজুরি করেন। সে ময়মনসিংহ নগরের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করত। শিশু ধর্ষিত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ ঘটনায় অভিযুক্ত আল-আমিনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। ওই শিশু স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ দুপুরে আসামি আল-আমিনকে আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত আল আমিন সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, সোমবার সকালে ওই শিশু তার ছোট ভাইকে নিয়ে বাসার সামনে খেলা করছিল। ওই সময় পাশের বাড়ির ভাড়াটিয়া অভিযুক্ত আল-আমিন শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে তার রুমে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে। মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৪ জুন ॥ ‘প্রতি রাতে অবৈধ অস্ত্রের গুলির শব্দে আতঙ্কিত এলাকা ও সাধারণ মানুষ।’ এহেন কর্মকা-ের প্রতিবাদে কোন মানুষ এগিয়ে আসলে তাকে মেরে ফেলা বিভিন্ন মিথ্যা মামলায় হুমকিসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয় প্রতিবাদকারী মানুষরা। তেমনই প্রতিবাদকারী ওই এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের পুত্র মোঃ শহিদুল ইসলাম, মুজিবুল হোসেন টিপু ও ইউপি সদস্য সরোয়ার হোসেন বাবুলসহ অসংখ্য মানুষ ডাকাত দলের নির্যাতনের শিকার হয়ে আসছে। প্রতিকার পেতে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ডাকাত দলের আস্তানা ও সদস্যদের অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে ক্ষিপ্ত হয় ডাকাত দলের মূল হোতারা।
×