ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মামলায় একজনের যাবজ্জীবন ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড

প্রকাশিত: ০৯:০৩, ২৬ জুন ২০১৯

মামলায় একজনের যাবজ্জীবন ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৫ জুন ॥ সোনাগাজীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ফেনীর আদালতে একজনের যাবজ্জীবন কারাদ- ও ৫ লাখ টাকা জরিমানা এবং অপর ৪ জনের ১৪ বছর করে কারাদ- ও একলাখ টাকা করে জরিমানা করেছে আদালত। আদালতের বিচারক মামুনুর রশিদ মঙ্গলবার দুপুরে এ রায় দেন। যাবজ্জীবন কারাদ- দেয়া আসামি আবুবকর সিদ্দিক পলাতক রয়েছে। সে সোনাগাজী চরডুব্বা গ্রামের আবু তাহেরের ছেলে। ১৪ বছর কারাদ- দেয়া আসামিরা হচ্ছে মোঃ জাহাঙ্গীর আলম, মেজবাহ উদ্দিন পিয়াস, বায়জিদ ফয়সল, রিয়াদ হোসেন। তারা সকলে সোনাগাজীর একই এলাকার বাসিন্দা। সকলে কারাগারে রয়েছে। আদালত সূত্র জানায়, সোনাগাজী সাবের উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে ২০১৩ সালের ২৫ মে আসামিরা স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অপহরণ করে বান্দরবান নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। ধর্ষিতাকে উদ্ধারের পর তার বাবা আসামিদের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক মঙ্গলবার এ রায় দেন।
×